বিনোদন ডেস্ক
ঢাকা: স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হেইস্ট’ গত কয়েক বছরের অন্যতম আলোচিত সিরিজ। চুরি করতে এসে কীভাবে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, ছুঁয়ে যায় মৃত্যু–দেখিয়েছে এ সিরিজ। সব মিলিয়ে হৃদয় জয়ের মানবিক গল্পই বলে ‘মানি হেইস্ট’।
স্পেনের একটি টিভি চ্যানেলের জন্য ২০১৭ সালে সিরিজটি তৈরি হয়েছিল। ওই সময় একেবারেই চলেনি। প্রফেসর থেকে হেলসিঙ্কি- কেউ তাঁদের চিনতেন না তখন। শুটিং শেষ করে অভিনেতারা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। কখনো ভাবতেও পারেননি এমন সাফল্য আসতে পারে তাঁদের জীবনে।
টিভিতে প্রচারের পর সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স। তবে তেমন গুরুত্ব দেয়নি। করেনি কোনো বাড়তি প্রচার। তাদের অসংখ্য কনটেন্টের ভিড়ে এক কোনায় অবহেলায় পড়ে ছিল ‘মানি হেইস্ট’। ২০২০ সাল থেকে সিরিজটির দর্শকসংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে তুমুল আলোচনা। রাতারাতি ভক্ত বাড়ে প্রফেসর ও তাঁর দলের।
সিরিজে প্রফেসর চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তো জানতামই না এত মানুষ আমাকে পছন্দ করে। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। সারা বিশ্বের দর্শক মানি হেইস্ট দেখা শুরু করল। বাড়তে থাকল আমার ফলোয়ার সংখ্যা।’
এই সিরিজের পঞ্চম মৌসুমের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। কয়েক দিন আগেই নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে, শেষ হয়েছে মানি হেইস্টের শুটিং। মুক্তি পেয়েছে ট্রেলার। নতুন ট্রেলার দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
পঞ্চম মৌসুমের ট্রেলারে বোঝা যাচ্ছে, ব্যাংক অব স্পেন– যেখানে চুরি করছে মানি হেইস্টের দল, সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। প্রফেসরকে বেঁধে রাখা হয়েছে। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত ডেনভার। মনিকা অসহায়, হাল ছেড়ে দিয়েছে। কাঁদছে রাকেল মরিনো। কেবল টোকিও আর হেলসিঙ্কি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। তবে কি মানি হেইস্টে সবার পরিণতি মৃত্যু?
আগ্রহ জিইয়ে রেখেছে সিরিজটি। উত্তর জানা যাবে ৩ সেপ্টেম্বর। ওই দিন মানি হেইস্টের পঞ্চম মৌসুমের প্রথম পর্বগুলো মুক্তি পাবে নেটফ্লিক্সে। দুই ভাগে সামনে আসবে পঞ্চম সিজন। পাঁচটি পর্ব নিয়ে প্রথম ভাগ ৩ সেপ্টেম্বর, বাকি পাঁচটি পর্ব মুক্তি পাবে ৩ ডিসেম্বর।
অ্যালেক্স পিনা নির্মিত এ সিরিজের কল্যাণে জনপ্রিয় হয়েছে ইতালির লোকগান ‘বেলা চাও’। পঞ্চম সিজনে এসে যোগ হয়েছে লিংকিন পার্কের বিখ্যাত গান ‘ইন দ্য এন্ড’।
দেখুন ‘মানি হেইস্ট’ পঞ্চম সিরিজের ট্রেলার:
ঢাকা: স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হেইস্ট’ গত কয়েক বছরের অন্যতম আলোচিত সিরিজ। চুরি করতে এসে কীভাবে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, ছুঁয়ে যায় মৃত্যু–দেখিয়েছে এ সিরিজ। সব মিলিয়ে হৃদয় জয়ের মানবিক গল্পই বলে ‘মানি হেইস্ট’।
স্পেনের একটি টিভি চ্যানেলের জন্য ২০১৭ সালে সিরিজটি তৈরি হয়েছিল। ওই সময় একেবারেই চলেনি। প্রফেসর থেকে হেলসিঙ্কি- কেউ তাঁদের চিনতেন না তখন। শুটিং শেষ করে অভিনেতারা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। কখনো ভাবতেও পারেননি এমন সাফল্য আসতে পারে তাঁদের জীবনে।
টিভিতে প্রচারের পর সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স। তবে তেমন গুরুত্ব দেয়নি। করেনি কোনো বাড়তি প্রচার। তাদের অসংখ্য কনটেন্টের ভিড়ে এক কোনায় অবহেলায় পড়ে ছিল ‘মানি হেইস্ট’। ২০২০ সাল থেকে সিরিজটির দর্শকসংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে তুমুল আলোচনা। রাতারাতি ভক্ত বাড়ে প্রফেসর ও তাঁর দলের।
সিরিজে প্রফেসর চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তো জানতামই না এত মানুষ আমাকে পছন্দ করে। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। সারা বিশ্বের দর্শক মানি হেইস্ট দেখা শুরু করল। বাড়তে থাকল আমার ফলোয়ার সংখ্যা।’
এই সিরিজের পঞ্চম মৌসুমের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। কয়েক দিন আগেই নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে, শেষ হয়েছে মানি হেইস্টের শুটিং। মুক্তি পেয়েছে ট্রেলার। নতুন ট্রেলার দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
পঞ্চম মৌসুমের ট্রেলারে বোঝা যাচ্ছে, ব্যাংক অব স্পেন– যেখানে চুরি করছে মানি হেইস্টের দল, সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। প্রফেসরকে বেঁধে রাখা হয়েছে। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত ডেনভার। মনিকা অসহায়, হাল ছেড়ে দিয়েছে। কাঁদছে রাকেল মরিনো। কেবল টোকিও আর হেলসিঙ্কি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। তবে কি মানি হেইস্টে সবার পরিণতি মৃত্যু?
আগ্রহ জিইয়ে রেখেছে সিরিজটি। উত্তর জানা যাবে ৩ সেপ্টেম্বর। ওই দিন মানি হেইস্টের পঞ্চম মৌসুমের প্রথম পর্বগুলো মুক্তি পাবে নেটফ্লিক্সে। দুই ভাগে সামনে আসবে পঞ্চম সিজন। পাঁচটি পর্ব নিয়ে প্রথম ভাগ ৩ সেপ্টেম্বর, বাকি পাঁচটি পর্ব মুক্তি পাবে ৩ ডিসেম্বর।
অ্যালেক্স পিনা নির্মিত এ সিরিজের কল্যাণে জনপ্রিয় হয়েছে ইতালির লোকগান ‘বেলা চাও’। পঞ্চম সিজনে এসে যোগ হয়েছে লিংকিন পার্কের বিখ্যাত গান ‘ইন দ্য এন্ড’।
দেখুন ‘মানি হেইস্ট’ পঞ্চম সিরিজের ট্রেলার:
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
৭ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
৭ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
৭ ঘণ্টা আগে