স্বভাবে জটায়ু, বুদ্ধিতে ফেলুদা

বিনোদন ডেস্ক
Thumbnail image

ঢাকা: হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।

সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা দিয়েই।

অনির্বান চক্রবর্তীএকেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। হালের জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছে ঢাকাতেও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল। ওই মৌসুমে একেনের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অভিনয়শিল্পীদেরও।

একেন চরিত্রের অনির্বান চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো ওভাবে আলোচনায় আসেননি অনির্বান। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়। আইআইটিতে চাকরির সময় প্রথম ডাক পান একেন চরিত্রে অভিনয়ের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।

অনির্বান চক্রবর্তীএর আগে তিনি মুম্বাইয়ের যশরাজ ফিল্মস থেকে ডাক পেয়েছিলেন। অভিনয় করেছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায়। অনির্বান চক্রবর্তীর ভাষায়, ‘প্রথম যেদিন মুম্বাই থেকে ফোন আসে, সেদিন ভেবেছিলাম ওটা প্রাঙ্ক কল। কেউ ঠাট্টা করছে।’

তাঁর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বলছিলেন, ‘পড়াতাম। তার মধ্যেই অভিনয় চলত। কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া থিয়েটারে সময় দিতে পারছিলাম না। তত দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হয়ে গেছে। একটা সময় ঠিক করলাম পড়ানো ছেড়ে শুধু থিয়েটার করব।’

কিন্তু থিয়েটারের বাইরেও যে সারা বাংলায় ছড়িয়ে যাবে অনির্বান চক্রবর্তী নাম। তিনি হয়ে উঠবেন সবার প্রিয় একেন বাবু। সেটা কখনো ভাবেননি। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনির্বান চক্রবর্তী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘মারাদোনার জুতো’তে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত