বিনোদন ডেস্ক
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৮ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৮ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৮ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৮ ঘণ্টা আগে