বিনোদন ডেস্ক
ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল দুইটি ওয়েব ফিল্ম মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও টেলিভিশনে জনপ্রিয় মুখ নাজিয়া হক অর্ষা অভিনীত বাংলাদেশি ড্রামা ‘দ্য ব্রোকার’। এরই মধ্যে জি ফাইভ গ্লোবালে মুক্তি পেয়েছে এর ট্রেলার। গল্পটি একজন ব্রোকারের জীবনের, যার মেয়ে দুর্লভ হৃদরোগে আক্রান্ত হয়। সন্তানের এই অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই ‘দ্য ব্রোকার’ এ প্রতিফলিত হয়েছে।
এছাড়া আগামী অক্টোবরে আরো আসছে এক্সক্লুসিভ ড্রামা ‘হেরে যাবার গল্প’। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, মারিয়া নূর এবং সাবেরী আলম। গল্পটি হেরে যাওয়া ও জীবনবোধ তুলে ধরেছে। লোকাল কন্টেন্টকে প্রাধান্য দিয়ে জি ফাইভ নির্মিত এই ওয়েব ফিল্ম দুইটি বাংলাদেশের স্থানীয় প্রোডাকশন হাউজ ও মেধাবীদের গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরেছে।
মোশাররফ করিম বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয় আমার কাজ নিজেই তার কথা বলে। আমি দ্য ব্রোকার এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। দ্য ব্রোকার মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’
নাজিয়া হক অর্ষা বলেন, ‘গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। জি ফাইভের সাথে এটাই আমার প্রথম কাজ এবং আমি খুবই উচ্ছসিত কারণ শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলা ভাষা-ভাষী দর্শকেরা এই চমৎকার গল্পটি উপভোগ করবেন।’
জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ এর একটি নতুন ধারা তৈরি করছি। এই ধারায় নির্মিত প্রথম এক্সক্লুসিভ ড্রামা হচ্ছে দ্য ব্রোকার যেখানে কাজ করেছেন জনপ্রিয় শিল্পীরা। আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভ এর মধ্যে ‘মাইনকার চিপায়’, ‘যদি কিন্তু তবুও’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এই ড্রামাটিও বাংলাদেশসহ সারাবিশ্বে সমানভাবে সাড়া পাবে।’
ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল দুইটি ওয়েব ফিল্ম মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও টেলিভিশনে জনপ্রিয় মুখ নাজিয়া হক অর্ষা অভিনীত বাংলাদেশি ড্রামা ‘দ্য ব্রোকার’। এরই মধ্যে জি ফাইভ গ্লোবালে মুক্তি পেয়েছে এর ট্রেলার। গল্পটি একজন ব্রোকারের জীবনের, যার মেয়ে দুর্লভ হৃদরোগে আক্রান্ত হয়। সন্তানের এই অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই ‘দ্য ব্রোকার’ এ প্রতিফলিত হয়েছে।
এছাড়া আগামী অক্টোবরে আরো আসছে এক্সক্লুসিভ ড্রামা ‘হেরে যাবার গল্প’। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, মারিয়া নূর এবং সাবেরী আলম। গল্পটি হেরে যাওয়া ও জীবনবোধ তুলে ধরেছে। লোকাল কন্টেন্টকে প্রাধান্য দিয়ে জি ফাইভ নির্মিত এই ওয়েব ফিল্ম দুইটি বাংলাদেশের স্থানীয় প্রোডাকশন হাউজ ও মেধাবীদের গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরেছে।
মোশাররফ করিম বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয় আমার কাজ নিজেই তার কথা বলে। আমি দ্য ব্রোকার এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। দ্য ব্রোকার মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’
নাজিয়া হক অর্ষা বলেন, ‘গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। জি ফাইভের সাথে এটাই আমার প্রথম কাজ এবং আমি খুবই উচ্ছসিত কারণ শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলা ভাষা-ভাষী দর্শকেরা এই চমৎকার গল্পটি উপভোগ করবেন।’
জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ এর একটি নতুন ধারা তৈরি করছি। এই ধারায় নির্মিত প্রথম এক্সক্লুসিভ ড্রামা হচ্ছে দ্য ব্রোকার যেখানে কাজ করেছেন জনপ্রিয় শিল্পীরা। আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভ এর মধ্যে ‘মাইনকার চিপায়’, ‘যদি কিন্তু তবুও’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এই ড্রামাটিও বাংলাদেশসহ সারাবিশ্বে সমানভাবে সাড়া পাবে।’
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩৫ মিনিট আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে