বিনোদন প্রতিবেদক, ঢাকা
সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দু-জনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ।
নারীকেন্দ্রিক গল্প। তাই ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হলো সিরিজটির টিজার। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে ছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনেত্রী— অর্ষা ও মেহ্জাবীন, রুনা খান এবং নির্মাতা আশফাক নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’র মাধ্যমে হইচই-এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন অর্ষা ও মেহ্জাবীন।
টিজার থেকেই একটি ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি পাওয়া গেল। টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তী সময়ে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।
নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘অনেক কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়। কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই-এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস, দর্শক এর আগে হইচই-এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’
নাজিয়া হক অর্ষারও হইচই-এর সঙ্গে এটি প্রথম কাজ। তিনি বলেন, ‘সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার:
সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দু-জনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ।
নারীকেন্দ্রিক গল্প। তাই ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হলো সিরিজটির টিজার। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে ছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনেত্রী— অর্ষা ও মেহ্জাবীন, রুনা খান এবং নির্মাতা আশফাক নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’র মাধ্যমে হইচই-এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন অর্ষা ও মেহ্জাবীন।
টিজার থেকেই একটি ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি পাওয়া গেল। টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তী সময়ে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।
নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘অনেক কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়। কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই-এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস, দর্শক এর আগে হইচই-এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’
নাজিয়া হক অর্ষারও হইচই-এর সঙ্গে এটি প্রথম কাজ। তিনি বলেন, ‘সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার:
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১০ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১২ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৩ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৬ ঘণ্টা আগে