বিনোদন ডেস্ক
দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি। তখনই ধারণা করা হচ্ছিল বড় কিছুই অপেক্ষা করছে ভারিসুর ভাগ্যে।
‘ভারিসু’তে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।
‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী। এ দিকে গতকাল শুক্রবার প্রাইম ভিডিও ‘ভারিসু’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তামিলের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।
দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি। তখনই ধারণা করা হচ্ছিল বড় কিছুই অপেক্ষা করছে ভারিসুর ভাগ্যে।
‘ভারিসু’তে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।
‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী। এ দিকে গতকাল শুক্রবার প্রাইম ভিডিও ‘ভারিসু’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তামিলের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
২০ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে