বিনোদন ডেস্ক
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। অনেকেই তখন ধারণা করেছিল বিতর্কের কারণে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারবেন না। কিন্তু সিনেমা মুক্তির পরই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি।
ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।’
ভালো শুরুর পর টুইটারের পোস্টে সিনেমাটির প্রশংসা করে তরুণ আদর্শ লিখেছিলেন, ‘দ্য কেরালা স্টোরি’ বাউন্ডারির বাইরে বল পাঠাল। একেবারে ছয়! এটির দুর্দান্ত শুরু হল’।
ন্যাশনাল চেইনে এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৪ কোটি রুপি। আয়ের পাশাপাশি দর্শকদের থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়ে সিনেমাটির শোয়ের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন। সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল।
সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। অনেকেই তখন ধারণা করেছিল বিতর্কের কারণে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারবেন না। কিন্তু সিনেমা মুক্তির পরই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি।
ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।’
ভালো শুরুর পর টুইটারের পোস্টে সিনেমাটির প্রশংসা করে তরুণ আদর্শ লিখেছিলেন, ‘দ্য কেরালা স্টোরি’ বাউন্ডারির বাইরে বল পাঠাল। একেবারে ছয়! এটির দুর্দান্ত শুরু হল’।
ন্যাশনাল চেইনে এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৪ কোটি রুপি। আয়ের পাশাপাশি দর্শকদের থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়ে সিনেমাটির শোয়ের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন। সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল।
সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে