বিনোদন ডেস্ক
আজ দক্ষিণের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর জন্মদিন। জন্মদিনে তিনি তাঁর ৩০ তম সিনেমার ঘোষণা দিয়েছেন। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
নিজের প্রতিভা দিয়ে ইতিমধ্যে ছাপিয়ে গেছেন তেলেগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়। ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতা পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ১৯৯১ সালে মাত্র ৪ বছর বয়সে দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। এরপরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখর পরিচালিত ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন সিনেমাটির জন্য।
এসএস রাজামৌলি পরিচালিত তাঁর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে।
এরপর তিনি একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন তিনি।
আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫ তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
আজ দক্ষিণের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর জন্মদিন। জন্মদিনে তিনি তাঁর ৩০ তম সিনেমার ঘোষণা দিয়েছেন। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
নিজের প্রতিভা দিয়ে ইতিমধ্যে ছাপিয়ে গেছেন তেলেগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়। ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতা পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ১৯৯১ সালে মাত্র ৪ বছর বয়সে দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। এরপরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখর পরিচালিত ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন সিনেমাটির জন্য।
এসএস রাজামৌলি পরিচালিত তাঁর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে।
এরপর তিনি একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন তিনি।
আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫ তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে