বড়দিনের টিভি আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
‘মেরিয়ান’ নাটকের দৃশ্যে অর্ষা। ছবি: মাছরাঙার সৌজন্যে

আজ বড়দিন। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।

আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয়ে মনোজ প্রামাণিক, অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ। গল্পে দেখা যাবে, চাচার মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরে জন। চাচাকে খুব মিস করে সে। নিয়মিত কবরস্থানে গিয়ে মোমবাতি দেয়। প্রতিদিনই সেখানে একটি মেয়েকে দেখতে পায়। যেসব কবরে মোমবাতি দেওয়ার কেউ নেই, মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। বিষয়টি দেখে জনের খুব ভালো লাগে। মেয়েটির প্রতি কৌতূহলী হয়ে ওঠে সে। একদিন নিজে থেকে এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলে জন।

আরটিভি প্রচার করবে নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ। গল্পে দেখা যাবে, জহির ও সুমি বাটপার দম্পতি। মানুষকে ঠকানো তাদের পেশা। একদিন তারা এক চোরের উপকার করতে গিয়ে ফেঁসে যায়। নিজেদের বাঁচাতে ঘরে লুকিয়ে থাকে; কিন্তু পার পায় না। সবশেষে পুলিশের কাছে সব স্বীকার করে আত্মসমপর্ণের সিদ্ধান্ত নেয় তারা। নাটকটি প্রচার করা হবে আজ রাত ৮টায়।

বড়দিন উপলক্ষে শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত টিভি প্রচার করবে একাধিক অনুষ্ঠান। আজ বেলা সাড়ে ১১টা ও রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘হৈ হৈ হল্লা’ নাটকের বিশেষ পর্ব। এতে দেখা যাবে, সফদার চৌধুরী সান্তা ক্লজ সেজে চুপি চুপি গিফট দিয়ে বাড়ির সবাইকে চমকে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু ঘটনাক্রমে বড়দিনের কেনা সব গিফট ছিনতাই হয়ে যায়। অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার করা হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’-এর বিশেষ পর্ব। এ ছাড়া সকাল ৯টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত