Ajker Patrika

‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা নিয়ে নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৫: ৫৭
‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা নিয়ে নাটক

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রায়ই শোনা যায়। রেলপথে ভ্রমণ করতে গিয়ে বাইরে থেকে ছোড়া পাথর লেগে অনেকে আহত হন। কেউবা হারান চোখ। কারো আবার জীবনটাই চলে যায়। দিন দিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্মিত হয়েছে নাটক। নাম ‘অনাকাঙ্ক্ষিত’। সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি লিখেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল ও রাজু আহসান।

‘অনাকাঙ্ক্ষিত’ নাটকের গল্পে দেখা যাবে, দীর্ঘদিন প্রেমের পর পরাগ আর সুরভীর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে নিজের মাকে দেখতে যায় সুরভীর মা। ফেরার পথে চলন্ত ট্রেনে বখাটেদের ছুড়ে দেয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন।

আজ রাত ৯টায় বিটিভিতে দেখা যাবে ‘অনাকাঙ্ক্ষিত’ নাটক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত