বিনোদন প্রতিবেদক, ঢাকা
উৎসব-আমেজে কাটছে শারদীয় দুর্গা উৎসব। বিসর্জনের আনন্দাশ্রুতে আজ বিদায় নেবেন মা দুর্গা। বিজয়া দশমীতে টিভি চ্যানেলগুলো আজ প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।
বিটিভি
দুর্গাপূজা উপলক্ষে আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে ‘শারদ আনন্দ’। তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন, নৃত্য ও নতুন নতুন গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও শিপন মিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।
এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় রয়েছে ‘বিশ্ব ভরা প্রাণ’। শিল্পীদের নাচ, গান, রেসিপি, পূজার ফ্যাশন আর তারকাদের স্মৃতিচারণায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তন্ময় তানিয়া।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। পূজা আয়োজন, ব্যবস্থাপনা ও উদযাপন নিয়ে কথা বলেছেন তিনি।
বৈশাখী
রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ফোক লাইভের বিশেষ আয়োজন। অংশ নেবেন কণ্ঠশিল্পী সন্দীপন ও সিলেটের ফোকশিল্পী সুস্মিতা দে। উপস্থাপনায় ফারিন অথৈ, প্রযোজনা লিটু সোলায়মান।
মাছরাঙা
রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহর রচনা এবং বর্ণ নাথের পরিচালনায় অভিনয় করেছেন নাঈম, ফারহানা মিলি, শহীদুল্লাহ সবুজ ও শিল্পী সরকার অপু। গরিব ঘরের মেয়ে বেহুলা বাসরঘরেই বুঝতে পারে তার স্বামী রামনাথ মাদকাসক্ত। পরদিন থেকে বেহুলা মুখোমুখি হয় আরও কঠিন বাস্তবতার। স্বামীকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞায় শহরের পথে যাত্রা করে বেহুলা।
উৎসব-আমেজে কাটছে শারদীয় দুর্গা উৎসব। বিসর্জনের আনন্দাশ্রুতে আজ বিদায় নেবেন মা দুর্গা। বিজয়া দশমীতে টিভি চ্যানেলগুলো আজ প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।
বিটিভি
দুর্গাপূজা উপলক্ষে আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে ‘শারদ আনন্দ’। তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন, নৃত্য ও নতুন নতুন গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও শিপন মিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।
এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় রয়েছে ‘বিশ্ব ভরা প্রাণ’। শিল্পীদের নাচ, গান, রেসিপি, পূজার ফ্যাশন আর তারকাদের স্মৃতিচারণায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তন্ময় তানিয়া।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। পূজা আয়োজন, ব্যবস্থাপনা ও উদযাপন নিয়ে কথা বলেছেন তিনি।
বৈশাখী
রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ফোক লাইভের বিশেষ আয়োজন। অংশ নেবেন কণ্ঠশিল্পী সন্দীপন ও সিলেটের ফোকশিল্পী সুস্মিতা দে। উপস্থাপনায় ফারিন অথৈ, প্রযোজনা লিটু সোলায়মান।
মাছরাঙা
রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহর রচনা এবং বর্ণ নাথের পরিচালনায় অভিনয় করেছেন নাঈম, ফারহানা মিলি, শহীদুল্লাহ সবুজ ও শিল্পী সরকার অপু। গরিব ঘরের মেয়ে বেহুলা বাসরঘরেই বুঝতে পারে তার স্বামী রামনাথ মাদকাসক্ত। পরদিন থেকে বেহুলা মুখোমুখি হয় আরও কঠিন বাস্তবতার। স্বামীকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞায় শহরের পথে যাত্রা করে বেহুলা।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১০ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে