এই গরম থাকবে আরও তিন দিন, বৃষ্টির সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১১: ৪১
আপডেট : ০৮ মে ২০২৩, ১১: ৪৮

সারা দেশে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তাপপ্রবাহ অব্যাহত থেকে তা আরও বিস্তার লাভ করতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়, চলমান তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে। 

আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৩৯.২ ও সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত