নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে এখনই মুক্তি মিলছে না দেশবাসীর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজসহ আগামী দুই দিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা বাদে সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে আজ বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
হিট স্ট্রোকে আরও ৩ মৃত্যু, বৃষ্টির জন্য নামাজ
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে দেশব্যাপী সাতজনের মৃত্যু হয়েছে। গতকালও ঢাকাসহ দেশে তিন স্থানে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার গুলিস্তান, খুলনা, জামালপুরে ও একজন করে মারা যান।
আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছে মানুষ। গতকাল ঢাকায় মুসল্লিদের নিয়ে আদায় করলেন আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বিশেষজ্ঞ শায়খ আহমাদুল্লাহ। সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
প্রচণ্ড তাপদাহে আবহাওয়া ঠান্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে এখনই মুক্তি মিলছে না দেশবাসীর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজসহ আগামী দুই দিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা বাদে সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে আজ বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
হিট স্ট্রোকে আরও ৩ মৃত্যু, বৃষ্টির জন্য নামাজ
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে দেশব্যাপী সাতজনের মৃত্যু হয়েছে। গতকালও ঢাকাসহ দেশে তিন স্থানে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার গুলিস্তান, খুলনা, জামালপুরে ও একজন করে মারা যান।
আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছে মানুষ। গতকাল ঢাকায় মুসল্লিদের নিয়ে আদায় করলেন আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বিশেষজ্ঞ শায়খ আহমাদুল্লাহ। সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
প্রচণ্ড তাপদাহে আবহাওয়া ঠান্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
৫ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৩ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১৪ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে