কমছে শীতের তীব্রতা, তিন বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪২
Thumbnail image

টানা কয়েক দিন তীব্র শীতের পর আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহও। গতকাল সোমবার রংপুর বিভাগসহ দেশের ১১টি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ বইছে রংপুর বিভাগ এবং নওগাঁ ও মৌলভীবাজার জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

সোমবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, এক দিন আগে যা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি। এক দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৬ ডিগ্রি। ফলে রাজধানীতে শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘তাপমাত্রা বাড়ার কারণে বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহ আরও কমে আসতে পারে। আগামীকাল খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।’ 

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। 

মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত