Ajker Patrika

উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩: ৩০
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। ছবি: আজকের পত্রিকা
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। ছবি: আজকের পত্রিকা

মাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, কাল সোমবার থেকে আরও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ছড়াবে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত।

গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রির মতো তাপমাত্রা কমেছে। আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। অথচ এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ঢাকার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। রাজশাহী ও রংপুরের অন্য জেলাগুলোতেও তাপমাত্রা গতকাল ১০ ডিগ্রির নিচে ছিল।

এর মধ্যে উল্লেখযোগ্য নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৩ ডিগ্রি ও দিনাজপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোম ও মঙ্গলবার তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আগামী দুই দিন আরও কয়েকটি জেলায় তাপমাত্রা কমে যেতে পারে। এতে শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়বে।

আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়ে রাতে শীত, সকালে কুয়াশা

পঞ্চগড় প্রতিনিধি জানান, দুই দিন তাপমাত্রা বাড়ার পর পঞ্চগড়ে আজ রোববার আবারও তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রির ঘরে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গিয়ে দেখা দিয়েছে সূর্য।

জেলায় রোববার ভোর ৬টা ও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার তাপমাত্রা ছিল আরও বেশি, ১২ দশমিক ৫ ডিগ্রি। শীতের ভোগান্তি থাকলেও জীবিকার তাগিদে লোকজনকে সকাল থেকেই কাজে যেতে দেখা গেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত