আগামী কয়েক দিন যেমন থাকবে আবহাওয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৮: ২০
Thumbnail image

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপর থেকেই দিনে দিনে বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সেই সঙ্গে আগামী কয়েক দিন পর কয়েকটি বিভাগে আবহাওয়া শুষ্ক হয়ে উঠতে পারে এবং সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ছাড়া সারা দেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

সেই সঙ্গে এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও খানিকটা কমতে পারে। এই দিনের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকাসহ সব বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই দিনও দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তবে পরদিন রোববার পরিবর্তিত আবহাওয়ার প্রভাব লক্ষ করা যাবে। এদিন ঢাকা ও রাজশাহী বিভাগ ছাড়া ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই দুই বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আজ মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। 

এ দিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত