কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
২ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে