নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এয়ারপোর্ট হচ্ছে কিন্তু সেগুলো কি জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে কিনা সেটি দেখার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।
আজ বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) কনফারেন্স রুমে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজের (বারসিক) যৌথ আয়োজনে ‘শহরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি: কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বুশরা আফরিন বলেন, ‘ভবিষ্যতের জন্য হিট সহনীয় পরিকল্পনা করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বুশরা আফরিন বলেন, তারা সিটি নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা করছেন। জলবায়ু অভিবাসন নিয়ে কাজ করছেন। এই অবস্থা যতটুকু সম্ভব মানিয়ে নিতে হবে ও পরিত্রাণের উপায়গুলো খুঁজে বের করতে হবে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার মতো এই জটিল প্রাকৃতিক সমস্যাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগই পারে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে।
তিনি বলেন, তবে যারা খাল দখল করছে তাঁদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাঁদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা বারবার একই কাজ করে পরিবেশ ধ্বংস করছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইমেরিটাস প্রফেসর অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ বলেন, ‘ডেভেলপমেন্ট আমাদের জন্য জরুরি কিন্তু আমরা শহরে যে ডেভেলপমেন্ট করছি সেখানে পরিবেশ রক্ষায় বিষয়টি মাথায় রাখছি না। তাই অনেকাংশেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে।’
গ্রীন সেভারস-এর প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘ঢাকা শহরে যদি গাছকে বাঁচিয়ে রাখা যায় তাহলে এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা পালন করবে। এই শহরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থা করতে হবে।’
এ ছাড়া আরও কথা বলেন—পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম, বার্ষিকের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এয়ারপোর্ট হচ্ছে কিন্তু সেগুলো কি জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে কিনা সেটি দেখার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।
আজ বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) কনফারেন্স রুমে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজের (বারসিক) যৌথ আয়োজনে ‘শহরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি: কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বুশরা আফরিন বলেন, ‘ভবিষ্যতের জন্য হিট সহনীয় পরিকল্পনা করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বুশরা আফরিন বলেন, তারা সিটি নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা করছেন। জলবায়ু অভিবাসন নিয়ে কাজ করছেন। এই অবস্থা যতটুকু সম্ভব মানিয়ে নিতে হবে ও পরিত্রাণের উপায়গুলো খুঁজে বের করতে হবে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার মতো এই জটিল প্রাকৃতিক সমস্যাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগই পারে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে।
তিনি বলেন, তবে যারা খাল দখল করছে তাঁদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাঁদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা বারবার একই কাজ করে পরিবেশ ধ্বংস করছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইমেরিটাস প্রফেসর অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ বলেন, ‘ডেভেলপমেন্ট আমাদের জন্য জরুরি কিন্তু আমরা শহরে যে ডেভেলপমেন্ট করছি সেখানে পরিবেশ রক্ষায় বিষয়টি মাথায় রাখছি না। তাই অনেকাংশেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে।’
গ্রীন সেভারস-এর প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘ঢাকা শহরে যদি গাছকে বাঁচিয়ে রাখা যায় তাহলে এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা পালন করবে। এই শহরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থা করতে হবে।’
এ ছাড়া আরও কথা বলেন—পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম, বার্ষিকের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
৯ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৮ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১৯ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে