নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশজুড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। কমে এসেছে শীতের প্রকোপ। আজ বুধবারও দেশের পাঁচ জেলায় যে শৈত্যপ্রবাহ বইছিল, তা প্রশমিত হওয়ার পাশাপাশি আগামী তিন দিন দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ জেলার শৈত্যপ্রবাহ চলে যাবে। বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি থাকবে। আর আগামী ৪,৫ ও ৬ তারিখের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে দু-এক স্থানে ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। এতে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
দেশজুড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। কমে এসেছে শীতের প্রকোপ। আজ বুধবারও দেশের পাঁচ জেলায় যে শৈত্যপ্রবাহ বইছিল, তা প্রশমিত হওয়ার পাশাপাশি আগামী তিন দিন দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ জেলার শৈত্যপ্রবাহ চলে যাবে। বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি থাকবে। আর আগামী ৪,৫ ও ৬ তারিখের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে দু-এক স্থানে ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। এতে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
মাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে মূলত শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে ফের শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
১৮ মিনিট আগেসারা দেশে আজ শীত আরেকটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় চলমান শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে...
১০ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
১৪ ঘণ্টা আগেঅতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
১ দিন আগে