কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি, মাসের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫১
Thumbnail image

গতকাল বুধবার রাতে কনকনে শীতের পর আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তবে কুয়াশাচ্ছন্ন আকাশে সকাল থেকে সূর্যের আলোকচ্ছটায় কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। অবশ্য ডিসেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 

জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে। মাসের শেষে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

এদিকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। প্রয়োজনের তাগিদে দিনে-রাতে শীতের কাপড় গায়ে চাপিয়ে বাইরে বের হচ্ছে মানুষ। সড়কের পাশে স্বল্পমূল্যের শীতের কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। ব্যস্ত মোড়গুলোতে ফেরি করে শীতের কাপড় বিক্রি শুরু করেছেন ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীরা। 

কুড়িগ্রাম পৌর এলাকার বকসিপাড়া এলাকার দিনমজুর আমিনুর বলেন, ‘কাইল থাকি কনকনে ঠান্ডা লাগবার লাগছে। হাত-ঠ্যাং (হাত-পা) শীত নাগি যায় (জমাট বাঁধার উপক্রম)। প্যাটের দায়ে তাও কামত বেড়াইছি।’ 

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানিয়েছে, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার ১৫০টি কম্বল দেওয়া হয়েছে। এখনো প্রায় ১৪ হাজার মজুত আছে। প্রয়োজনে আরও চাহিদা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত