অনলাইন ডেস্ক
বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে চলে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর কথা ভেবেছিল সরকার। সে জন্য পরিকল্পনা ও প্রস্তুতিও নেওয়া হয়। তবে এই কৃত্রিম বৃষ্টির আগেই দিল্লি ভিজেছে পরম প্রার্থিত প্রাকৃতিক বৃষ্টিতে। গতকাল বৃহস্পতিবার প্রায় সারা রাতই মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কার্তব্য পথ এবং দিল্লি-নয়ডা সীমান্ত এলাকার ছবিগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের ছবি দেখা গেছে। রাতভর বৃষ্টির কারণে বাতাসে দূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে বায়ু মানের সূচকে দূষণের মাত্রা ছিল প্রায় ৫০০। বৃষ্টির পর তা কমে দাঁড়িয়েছে ১৭২।
শীতের শুরু থেকেই সাধারণত দিল্লির বাতাস মারাত্মকভাবে দূষিত হতে থাকে। এই দূষণের প্রধান কারণ দিল্লিরসংলগ্ন পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের গ্রামগুলোতে কৃষকদের খড় পোড়ানো। ধান বা গমের খেতগুলো থেকে শীতের শুরুতে ফসল তোলার পর পরবর্তী চাষের জন্য জমিকে প্রস্তুত করতে ধান-গমের গাছের গোড়া পুড়িয়ে দেন কৃষকেরা।
এবারও দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম আদমির সরকার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তা করেছে। গত বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এ পরিকল্পনার কথা জানান। কানপুর আইআইটির বিজ্ঞানীদের সঙ্গে ‘ক্লাউড সিডিং’ বা, কৃত্রিম বৃষ্টির সম্ভাবনা নিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের আলোচনাও হয়। বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব বলে জানান আবহাওয়াবিদেরা। তাঁরা বলেছেন, ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে।
দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় কয়েক দিন ধরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে, এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আম আদমি পার্টির নেতা অ্যাডভোকেট সোমনাথ ভারতী এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলেন, ‘দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে বৃষ্টির কথা বলেছিলেন, এটা তা নয়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত কৃত্রিম বৃষ্টি এখনো দিল্লিবাসী না দেখলেও ঈশ্বর আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছে। ঈশ্বর সব সময় অরবিন্দজি এবং আম আদমি পার্টির সঙ্গে আছেন।’
বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে চলে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর কথা ভেবেছিল সরকার। সে জন্য পরিকল্পনা ও প্রস্তুতিও নেওয়া হয়। তবে এই কৃত্রিম বৃষ্টির আগেই দিল্লি ভিজেছে পরম প্রার্থিত প্রাকৃতিক বৃষ্টিতে। গতকাল বৃহস্পতিবার প্রায় সারা রাতই মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কার্তব্য পথ এবং দিল্লি-নয়ডা সীমান্ত এলাকার ছবিগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের ছবি দেখা গেছে। রাতভর বৃষ্টির কারণে বাতাসে দূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে বায়ু মানের সূচকে দূষণের মাত্রা ছিল প্রায় ৫০০। বৃষ্টির পর তা কমে দাঁড়িয়েছে ১৭২।
শীতের শুরু থেকেই সাধারণত দিল্লির বাতাস মারাত্মকভাবে দূষিত হতে থাকে। এই দূষণের প্রধান কারণ দিল্লিরসংলগ্ন পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের গ্রামগুলোতে কৃষকদের খড় পোড়ানো। ধান বা গমের খেতগুলো থেকে শীতের শুরুতে ফসল তোলার পর পরবর্তী চাষের জন্য জমিকে প্রস্তুত করতে ধান-গমের গাছের গোড়া পুড়িয়ে দেন কৃষকেরা।
এবারও দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম আদমির সরকার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তা করেছে। গত বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এ পরিকল্পনার কথা জানান। কানপুর আইআইটির বিজ্ঞানীদের সঙ্গে ‘ক্লাউড সিডিং’ বা, কৃত্রিম বৃষ্টির সম্ভাবনা নিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের আলোচনাও হয়। বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব বলে জানান আবহাওয়াবিদেরা। তাঁরা বলেছেন, ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে।
দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় কয়েক দিন ধরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে, এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আম আদমি পার্টির নেতা অ্যাডভোকেট সোমনাথ ভারতী এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলেন, ‘দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে বৃষ্টির কথা বলেছিলেন, এটা তা নয়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত কৃত্রিম বৃষ্টি এখনো দিল্লিবাসী না দেখলেও ঈশ্বর আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছে। ঈশ্বর সব সময় অরবিন্দজি এবং আম আদমি পার্টির সঙ্গে আছেন।’
ঢাকার বাতাসে দূষণ বেড়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ শীর্ষ পাঁচে। তালিকায় পেছনের দিকে হলেও বাতাসে আজ যে পরিমাণ দূষণ রয়েছে, তা অসুস্থ, শিশু কিংবা বৃদ্ধ বয়সীদের জন্য বটেই, সুস্থ মানুষদের জন্য খুবই ক্ষতিকর। যেখানে...
৩ ঘণ্টা আগেমাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগেসারা দেশে আজ শীত আরেকটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় চলমান শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
১ দিন আগে