অনলাইন ডেস্ক
ভারতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দুই দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লি। এ মৌসুমে প্রথমবারের মতো বায়ুদূষণের মাত্রা গুরুতর স্তরে নামে গতকাল বৃহস্পতিবার।
আগামী দুই সপ্তাহে এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অন্যতম দিল্লির পরিবেশমন্ত্রী।
শীতকালে ভারতের রাজধানী দিল্লির বায়ু অন্যান্য সময়ের তুলনায় বেশি দূষিত হয়ে পড়ে। কৃষকদের শস্য তোলার পর বাকি অংশ জ্বালিয়ে দেওয়া, বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা বেড়ে যায়।
সাধারণত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এ সময়টায় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাসে ধূলিকণার ঘনত্ব ছিল পিএম বা পার্টিকুলেট ম্যাটার ২ দশমিক ৫। অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়েও ছোট আকারের ধূলিকণা। এ আকারের ধূলিকণা বাসা বাঁধতে পারে ফুসফুসে এবং অনেক রোগের কারণ হতে পারে।
সরকারি তথ্য অনুসারে, দিল্লি ও শহরতলির বেশ কয়েকটি অংশে এ পরিমাণের দূষণ বাতাসের প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রামের নিরাপদ সীমা সাত থেকে আট গুণ বেশি।
পরিস্থিতির অবনতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
ক্রমবর্ধমান দূষণের প্রভাব মোকাবিলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ প্যানেল শহরে অপ্রয়োজনীয় নির্মাণকাজ অবিলম্বে নিষিদ্ধ করার আদেশ দিয়েছে।
গত সপ্তাহের দ্বিতীয় পর্যায়ে দিল্লি মেট্রো ও বৈদ্যুতিক বাস পরিষেবাসহ সকল গণপরিবহন পরিষেবাদের যানবাহনের দূষণ কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসেই দিল্লি সরকার আতশবাজি উৎপাদন, বিক্রয় ও ব্যবহারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। তিন বছর ধরে এই চর্চা চালু রয়েছে। প্রতিবছর দূষিত বায়ুর কারণে দিল্লিতে গুরুতর স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বায়ুর গুণগত মানের বিপর্যয়ের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন।
বার্তা সংস্থা পিটিআই বলছে, দিল্লির সফদারজং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান যুগল কিশোর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, ইরিটেটিভ ব্রঙ্কাইটিস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
ভারতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দুই দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লি। এ মৌসুমে প্রথমবারের মতো বায়ুদূষণের মাত্রা গুরুতর স্তরে নামে গতকাল বৃহস্পতিবার।
আগামী দুই সপ্তাহে এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অন্যতম দিল্লির পরিবেশমন্ত্রী।
শীতকালে ভারতের রাজধানী দিল্লির বায়ু অন্যান্য সময়ের তুলনায় বেশি দূষিত হয়ে পড়ে। কৃষকদের শস্য তোলার পর বাকি অংশ জ্বালিয়ে দেওয়া, বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা বেড়ে যায়।
সাধারণত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এ সময়টায় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাসে ধূলিকণার ঘনত্ব ছিল পিএম বা পার্টিকুলেট ম্যাটার ২ দশমিক ৫। অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়েও ছোট আকারের ধূলিকণা। এ আকারের ধূলিকণা বাসা বাঁধতে পারে ফুসফুসে এবং অনেক রোগের কারণ হতে পারে।
সরকারি তথ্য অনুসারে, দিল্লি ও শহরতলির বেশ কয়েকটি অংশে এ পরিমাণের দূষণ বাতাসের প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রামের নিরাপদ সীমা সাত থেকে আট গুণ বেশি।
পরিস্থিতির অবনতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
ক্রমবর্ধমান দূষণের প্রভাব মোকাবিলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ প্যানেল শহরে অপ্রয়োজনীয় নির্মাণকাজ অবিলম্বে নিষিদ্ধ করার আদেশ দিয়েছে।
গত সপ্তাহের দ্বিতীয় পর্যায়ে দিল্লি মেট্রো ও বৈদ্যুতিক বাস পরিষেবাসহ সকল গণপরিবহন পরিষেবাদের যানবাহনের দূষণ কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসেই দিল্লি সরকার আতশবাজি উৎপাদন, বিক্রয় ও ব্যবহারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। তিন বছর ধরে এই চর্চা চালু রয়েছে। প্রতিবছর দূষিত বায়ুর কারণে দিল্লিতে গুরুতর স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বায়ুর গুণগত মানের বিপর্যয়ের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন।
বার্তা সংস্থা পিটিআই বলছে, দিল্লির সফদারজং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান যুগল কিশোর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, ইরিটেটিভ ব্রঙ্কাইটিস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
ঢাকার বাতাসে দূষণ বেড়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ শীর্ষ পাঁচে। তালিকায় পেছনের দিকে হলেও বাতাসে আজ যে পরিমাণ দূষণ রয়েছে, তা অসুস্থ, শিশু কিংবা বৃদ্ধ বয়সীদের জন্য বটেই, সুস্থ মানুষদের জন্য খুবই ক্ষতিকর। যেখানে...
৩ ঘণ্টা আগেমাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগেসারা দেশে আজ শীত আরেকটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় চলমান শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
১ দিন আগে