এএফপি, মানাউস
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।
ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।
থিয়াগো আরও বলেন, কুরুপিরাস প্রাণীটির মতোই বনাঞ্চল নিধনকারী, চোরাকারবারি কিংবা শিকারিদের দমন করতে ব্যবহার করা হবে বুদ্ধিমান এই বাক্সগুলো। এতে ব্যবহৃত সেন্সর ও সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বনের জন্য ক্ষতিকর শব্দগুলো (যেমন করাত ও ট্রাক্টরের শব্দ) আলাদা করে চিনতে পারে।
একবার হুমকির বিষয়টি শনাক্ত হয়ে গেলেই তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এসব বাক্স। এরপর হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি পাঠানো যাবে। আমাজনাস স্টেট ইউনিভার্সিটির গবেষক রাইমুন্ডো ক্লাউডিও গোমস বলেন, মানাউস প্রকল্প তুলনামূলকভাবে সস্তা; কারণ, এতে তথ্য স্থানান্তরের জন্য বড় অ্যানটেনার প্রয়োজন হয় না।
প্রকল্পটির প্রাথমিক ধাপ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।
ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।
থিয়াগো আরও বলেন, কুরুপিরাস প্রাণীটির মতোই বনাঞ্চল নিধনকারী, চোরাকারবারি কিংবা শিকারিদের দমন করতে ব্যবহার করা হবে বুদ্ধিমান এই বাক্সগুলো। এতে ব্যবহৃত সেন্সর ও সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বনের জন্য ক্ষতিকর শব্দগুলো (যেমন করাত ও ট্রাক্টরের শব্দ) আলাদা করে চিনতে পারে।
একবার হুমকির বিষয়টি শনাক্ত হয়ে গেলেই তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এসব বাক্স। এরপর হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি পাঠানো যাবে। আমাজনাস স্টেট ইউনিভার্সিটির গবেষক রাইমুন্ডো ক্লাউডিও গোমস বলেন, মানাউস প্রকল্প তুলনামূলকভাবে সস্তা; কারণ, এতে তথ্য স্থানান্তরের জন্য বড় অ্যানটেনার প্রয়োজন হয় না।
প্রকল্পটির প্রাথমিক ধাপ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
১৯ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
২১ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ দিন আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
২ দিন আগে