নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে দুই ভাই সাদ আর তাজ উদ্দিনের আলাদা কক্ষ। তাঁরা খেলেনও আলাদা ক্লাবে। এ দুই ভাইকে এবার এক হওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি আরবে হতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সাদ উদ্দিন পরিচিত মুখ। জাতীয় দলে পরীক্ষিত এক ফুটবলারও। বড় ভাইয়ের দেখানো পথে এবার ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ছোট ভাই তাজ উদ্দিনও। তবে প্রাথমিক দল থেকে ২৩ জনের দলে জায়গা করে নিতে হলে তাজকে প্রতিযোগিতা করতে হবে বড় ভাই সাদ উদ্দিনের সঙ্গেই!
আড়াই মৌসুম আগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে যখন পেশাদার লিগ শুরু করেন তাজ, তখন তিনি ছিলেন মিডফিল্ডার। পরের মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে খেলতে গিয়ে হয়ে গেলেন রাইটব্যাক। এই পজিশনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আলো ছড়িয়ে এবার সৌদি ক্যাম্পে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী তাজ। বড় ভাই সাদ নিজেও একসময় আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন। কিন্তু ক্লাবের প্রয়োজনে হয়ে গেছেন রক্ষণের খেলোয়াড়। কোচের পছন্দ অনুযায়ী কখনো খেলেন রাইট আবার কখনো লেফট ব্যাক পজিশনে।
দুই ভাই ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারলেও জাতীয় দলে জায়গা করে নিতে গেলে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর তেমনটা হলে কেমন লাগবে সাদ আর তাজ উদ্দিনের? তাজের উত্তর, ‘ভাইয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে আমার ভালোই লাগে (হাসি)। ভাইয়াই আমাকে পথ দেখিয়েছে, সব সময় সমর্থন দিয়েছে। মনে হচ্ছে রোমাঞ্চকর লড়াই হবে।’
ভাইয়ের সঙ্গে উপভোগ্য এক লড়াইয়ের অপেক্ষায় সাদ উদ্দিনও। বললেন, ‘আমি এখন লেফট ব্যাক পজিশনে খেলি। কোচ চাইলে রাইট ব্যাকেও খেলব। আর এতে যদি ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েই যায় মনে হয় এটা হবে উপভোগ্য। তবে এটা এক বিশেষ মুহূর্ত। দুই ভাই একই সঙ্গে জাতীয় দলে খেলতে পারব, একই ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব।’
প্রাথমিক দলে থাকলেও সাদ অবশ্য সৌদিগামী বিমানে চড়া নিয়ে এখনো সংশয়ে। বললেন, ‘এখনো জানি না যেতে পারব কি না। আমাকে বলা হয়েছে পুরোপুরি বিশ্রাম নিতে। হয়তো ২ মার্চ না গিয়ে পুরোপুরি সুস্থ হয়ে কয় দিন পর দলের সঙ্গে যোগ দেব।’
সিলেটে দুই ভাই সাদ আর তাজ উদ্দিনের আলাদা কক্ষ। তাঁরা খেলেনও আলাদা ক্লাবে। এ দুই ভাইকে এবার এক হওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি আরবে হতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সাদ উদ্দিন পরিচিত মুখ। জাতীয় দলে পরীক্ষিত এক ফুটবলারও। বড় ভাইয়ের দেখানো পথে এবার ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ছোট ভাই তাজ উদ্দিনও। তবে প্রাথমিক দল থেকে ২৩ জনের দলে জায়গা করে নিতে হলে তাজকে প্রতিযোগিতা করতে হবে বড় ভাই সাদ উদ্দিনের সঙ্গেই!
আড়াই মৌসুম আগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে যখন পেশাদার লিগ শুরু করেন তাজ, তখন তিনি ছিলেন মিডফিল্ডার। পরের মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে খেলতে গিয়ে হয়ে গেলেন রাইটব্যাক। এই পজিশনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আলো ছড়িয়ে এবার সৌদি ক্যাম্পে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী তাজ। বড় ভাই সাদ নিজেও একসময় আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন। কিন্তু ক্লাবের প্রয়োজনে হয়ে গেছেন রক্ষণের খেলোয়াড়। কোচের পছন্দ অনুযায়ী কখনো খেলেন রাইট আবার কখনো লেফট ব্যাক পজিশনে।
দুই ভাই ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারলেও জাতীয় দলে জায়গা করে নিতে গেলে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর তেমনটা হলে কেমন লাগবে সাদ আর তাজ উদ্দিনের? তাজের উত্তর, ‘ভাইয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে আমার ভালোই লাগে (হাসি)। ভাইয়াই আমাকে পথ দেখিয়েছে, সব সময় সমর্থন দিয়েছে। মনে হচ্ছে রোমাঞ্চকর লড়াই হবে।’
ভাইয়ের সঙ্গে উপভোগ্য এক লড়াইয়ের অপেক্ষায় সাদ উদ্দিনও। বললেন, ‘আমি এখন লেফট ব্যাক পজিশনে খেলি। কোচ চাইলে রাইট ব্যাকেও খেলব। আর এতে যদি ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েই যায় মনে হয় এটা হবে উপভোগ্য। তবে এটা এক বিশেষ মুহূর্ত। দুই ভাই একই সঙ্গে জাতীয় দলে খেলতে পারব, একই ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব।’
প্রাথমিক দলে থাকলেও সাদ অবশ্য সৌদিগামী বিমানে চড়া নিয়ে এখনো সংশয়ে। বললেন, ‘এখনো জানি না যেতে পারব কি না। আমাকে বলা হয়েছে পুরোপুরি বিশ্রাম নিতে। হয়তো ২ মার্চ না গিয়ে পুরোপুরি সুস্থ হয়ে কয় দিন পর দলের সঙ্গে যোগ দেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে