কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির সনদ না দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানার বিরুদ্ধে এই অভিযোগে মঙ্গলবার রাতে কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের সহকারী সার্জন ডা. শুভঙ্কর সাহা। পরে ঘটনাটি জানাজানি হলে গতকাল বুধবার সকাল থেকেই হাসপাতালের কর্মকর্তাসহ কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগী ডা. শুভকর সাহা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে মো. মাসুদ রানা প্রতিবন্ধীর সনদপত্রের জন্য একজন রোগীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তিনি ওই রোগীকে সনদ দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে মো. মাসুদ রানা ডা. শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করেন।
অভিযুক্ত নড়াইল জেলা পরিষদের সদস্য মো. মাসুদ শেখ বলেন, ‘একজন প্রতিবন্ধী রোগীকে নিয়ে একটি সনদের জন্য গেলে ডা. শুভঙ্কর সাহা সনদ না দিয়ে রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তারই প্রতিবাদ করতে তাঁর সঙ্গে কাটাকাটি হয়েছে। রোগীর সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি ধামাচাপা দিতে তিনি আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, ‘ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ‘চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নড়াইলের কালিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির সনদ না দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানার বিরুদ্ধে এই অভিযোগে মঙ্গলবার রাতে কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের সহকারী সার্জন ডা. শুভঙ্কর সাহা। পরে ঘটনাটি জানাজানি হলে গতকাল বুধবার সকাল থেকেই হাসপাতালের কর্মকর্তাসহ কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগী ডা. শুভকর সাহা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে মো. মাসুদ রানা প্রতিবন্ধীর সনদপত্রের জন্য একজন রোগীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তিনি ওই রোগীকে সনদ দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে মো. মাসুদ রানা ডা. শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করেন।
অভিযুক্ত নড়াইল জেলা পরিষদের সদস্য মো. মাসুদ শেখ বলেন, ‘একজন প্রতিবন্ধী রোগীকে নিয়ে একটি সনদের জন্য গেলে ডা. শুভঙ্কর সাহা সনদ না দিয়ে রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তারই প্রতিবাদ করতে তাঁর সঙ্গে কাটাকাটি হয়েছে। রোগীর সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি ধামাচাপা দিতে তিনি আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, ‘ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ‘চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে