আজকের পত্রিকা ডেস্ক
নোয়াখালীর সেনবাগ ও হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে সেনবাগে ও গত শনিবার বিকেলে হাতিয়ায় প্রথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ: নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ও মোহাম্মদপুর ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্রকরে আওয়ামী লীগের প্রার্থী বেলাল ভূঞা ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঞার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর ছিদ্দিক ভূঞার ছেলে সুজন (২৮) চৌধুরীকে নোয়াখালী সদর হাসপাতালে ও বেলাল ভূঞার সমর্থক মো. জামাল (৫২), রুহুল আমিন (৩০), সামছুল আলম ভূঞা (২৮) ও মিলনকে (৩১) সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) কাউচার আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে গত শনিবার রাত ৭টায় মোহাম্মদপুর ইউপির জয়নাল চেয়ারম্যানের বাড়িসহ পাশের রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজির প্রচারে একটি সিএনজিতে হামলা, ভাঙচুর চালিয়ে মাইক, ব্যাটারি ও বাদ্যযন্ত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামাল উদ্দিন মিয়াজি ৬ জনের নামে ও আরও ৮-১০ জনের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা, ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে কামাল উদ্দিন মিয়াজি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরকার দলীয় প্রার্থীর লোকজনসহ বহিরাগত লোকজন অব্যাহত হুমকি দিচ্ছেন।
কেশারপাড় ইউনিয়নে আওয়ামী দলীয় প্রার্থী বেলাল ভূঞা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর ভূঞা রাতে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছেন।
হাতিয়া: এদিকে হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারের সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক কাউসার, হরণী ইউপির সদস্য প্রার্থী সালা উদ্দিন; মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হাতিয়ার হরণী ইউপির নির্বাচনকে সামনে রেখে বিকেলে প্রচারে নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। তাঁরা মোটরসাইকেল নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা পথরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপপরিদর্শক কাউসার, কয়েকজন সদস্য প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হন। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তাঁর প্রচারের সময় হামলা চালান। এ সময় কয়েকজন সদস্য প্রার্থীসহ অন্তত ১৪ সমর্থক আহত হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন বলেন, তিনি ঘটনার সময় নিজ বাসায় ছিলেন। কে বা কারা হামলা মারপিট করেছেন তিনি কিছুই জানেন না। হামলার সাথে তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত ছিলেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
নোয়াখালীর সেনবাগ ও হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে সেনবাগে ও গত শনিবার বিকেলে হাতিয়ায় প্রথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ: নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ও মোহাম্মদপুর ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্রকরে আওয়ামী লীগের প্রার্থী বেলাল ভূঞা ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঞার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর ছিদ্দিক ভূঞার ছেলে সুজন (২৮) চৌধুরীকে নোয়াখালী সদর হাসপাতালে ও বেলাল ভূঞার সমর্থক মো. জামাল (৫২), রুহুল আমিন (৩০), সামছুল আলম ভূঞা (২৮) ও মিলনকে (৩১) সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) কাউচার আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে গত শনিবার রাত ৭টায় মোহাম্মদপুর ইউপির জয়নাল চেয়ারম্যানের বাড়িসহ পাশের রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজির প্রচারে একটি সিএনজিতে হামলা, ভাঙচুর চালিয়ে মাইক, ব্যাটারি ও বাদ্যযন্ত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামাল উদ্দিন মিয়াজি ৬ জনের নামে ও আরও ৮-১০ জনের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা, ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে কামাল উদ্দিন মিয়াজি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরকার দলীয় প্রার্থীর লোকজনসহ বহিরাগত লোকজন অব্যাহত হুমকি দিচ্ছেন।
কেশারপাড় ইউনিয়নে আওয়ামী দলীয় প্রার্থী বেলাল ভূঞা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর ভূঞা রাতে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছেন।
হাতিয়া: এদিকে হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারের সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক কাউসার, হরণী ইউপির সদস্য প্রার্থী সালা উদ্দিন; মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হাতিয়ার হরণী ইউপির নির্বাচনকে সামনে রেখে বিকেলে প্রচারে নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। তাঁরা মোটরসাইকেল নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা পথরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপপরিদর্শক কাউসার, কয়েকজন সদস্য প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হন। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তাঁর প্রচারের সময় হামলা চালান। এ সময় কয়েকজন সদস্য প্রার্থীসহ অন্তত ১৪ সমর্থক আহত হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন বলেন, তিনি ঘটনার সময় নিজ বাসায় ছিলেন। কে বা কারা হামলা মারপিট করেছেন তিনি কিছুই জানেন না। হামলার সাথে তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত ছিলেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে