শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইউপি সদস্যকে ভোট না দেওয়ায় রাস্তায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ফলে ভুক্তভোগী পরিবার চলাচল করতে পারছে না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাঠালিয়া গ্রামে।
এ ঘটনায় ওই পরিবারের সদস্য কাঠালিয়া গ্রামের তৌফিক মিয়া বাদী হয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলবাক ইউপির তৃতীয় ধাপের নির্বাচনে কামাল হোসেন একজন ইউপি সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ভোট না দেওয়ার অভিযোগে তোলেন। এর ধারাবাহিকতায় গত রোববার থেকে তাঁদের বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অন্যত্র থেকে নলকূপের পানি সংগ্রহ করতে বাধা দিতে থাকেন।
ভুক্তভোগী তৌফিক মিয়া বলেন, ‘এর আগে আমাকে এই পথে যাতায়াতে বাধা দিয়েছিলেন কামাল মিয়া। তখন গ্রামবাসীর মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সমাধান করেছি। এখন আবারও আমার বাড়ির চারপাশে পাকা পিলার দিয়ে কাঁটা তারের বেড়া দিয়েছে। আমরা অবরুদ্ধ হয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘আমার বাড়িতে নলকূপ নেই। বাইরে থেকে পানি আনতে হয়। এমন অবস্থায় নলকূপের পানি পান করতে পারছি না। দুই দিন যাবৎ ডোবার পানি পান করছি। আমি প্রশাসনের সাহায্য চাই।’
শিমুলবাক ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিষয়টি গ্রামবাসীকে নিয়ে সমাধানের চেষ্টা করেছি। মানবিক বিবেচনায় রাস্তা থেকে কাঁটা তারের বেড়া উঠিয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু তাঁরা শোনেনি।
অভিযোগের বিষয়ে কামাল হোসেন বলেন, ‘আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। জায়গাটি আমার। তিনি যে দিকে পারুক সে দিকে যাক। আমার কিছু যায় আসে না। আমি আমার জায়গায় রাস্তা বন্ধ করেছি। কার বাপের কী!’
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্জ জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইউপি সদস্যকে ভোট না দেওয়ায় রাস্তায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ফলে ভুক্তভোগী পরিবার চলাচল করতে পারছে না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাঠালিয়া গ্রামে।
এ ঘটনায় ওই পরিবারের সদস্য কাঠালিয়া গ্রামের তৌফিক মিয়া বাদী হয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলবাক ইউপির তৃতীয় ধাপের নির্বাচনে কামাল হোসেন একজন ইউপি সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ভোট না দেওয়ার অভিযোগে তোলেন। এর ধারাবাহিকতায় গত রোববার থেকে তাঁদের বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অন্যত্র থেকে নলকূপের পানি সংগ্রহ করতে বাধা দিতে থাকেন।
ভুক্তভোগী তৌফিক মিয়া বলেন, ‘এর আগে আমাকে এই পথে যাতায়াতে বাধা দিয়েছিলেন কামাল মিয়া। তখন গ্রামবাসীর মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সমাধান করেছি। এখন আবারও আমার বাড়ির চারপাশে পাকা পিলার দিয়ে কাঁটা তারের বেড়া দিয়েছে। আমরা অবরুদ্ধ হয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘আমার বাড়িতে নলকূপ নেই। বাইরে থেকে পানি আনতে হয়। এমন অবস্থায় নলকূপের পানি পান করতে পারছি না। দুই দিন যাবৎ ডোবার পানি পান করছি। আমি প্রশাসনের সাহায্য চাই।’
শিমুলবাক ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিষয়টি গ্রামবাসীকে নিয়ে সমাধানের চেষ্টা করেছি। মানবিক বিবেচনায় রাস্তা থেকে কাঁটা তারের বেড়া উঠিয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু তাঁরা শোনেনি।
অভিযোগের বিষয়ে কামাল হোসেন বলেন, ‘আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। জায়গাটি আমার। তিনি যে দিকে পারুক সে দিকে যাক। আমার কিছু যায় আসে না। আমি আমার জায়গায় রাস্তা বন্ধ করেছি। কার বাপের কী!’
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্জ জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে