সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।
সম্মেলনের দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। এর পরপরই স্থানীয় নেতাদের মঞ্চে ওঠাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তাঁর বলয়ের নেতা-কর্মীদের নিয়ে মঞ্চের দিকে উঠতে গেলে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে গতকাল বেলা ১২টায় দিরাই উপজেলার বিএডিসি মাঠে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চেই ছিলেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ইট পাটকেলের আঘাতে মঞ্চে থাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রোমেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা আহত হয়েছেন।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর আবারও শুরু হয় সম্মেলনের কার্যক্রম। তবে কমিটি গঠন না করেই মঞ্চ ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতারা।
দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি নুরুল ইসলাম নাহিদ বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।
সম্মেলনের দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। এর পরপরই স্থানীয় নেতাদের মঞ্চে ওঠাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তাঁর বলয়ের নেতা-কর্মীদের নিয়ে মঞ্চের দিকে উঠতে গেলে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে গতকাল বেলা ১২টায় দিরাই উপজেলার বিএডিসি মাঠে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চেই ছিলেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ইট পাটকেলের আঘাতে মঞ্চে থাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রোমেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা আহত হয়েছেন।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর আবারও শুরু হয় সম্মেলনের কার্যক্রম। তবে কমিটি গঠন না করেই মঞ্চ ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতারা।
দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি নুরুল ইসলাম নাহিদ বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে