Ajker Patrika

সেই নবজাতককে দত্তক নিতে আবেদন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
সেই নবজাতককে দত্তক নিতে আবেদন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানখেত থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে সাত দম্পতি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। বর্তমানে শিশুটি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, ধানখেত থেকে উদ্ধার নবজাতকটির নাম রাখা হয়েছে ‘জয়’। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় শিশুটিকে বিকল্প পরিচর্যার (দত্তক) জন্য ইতিমধ্যে সাত দম্পতি আবেদন করেছেন।

তা ছাড়া শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উপজেলা শিশুকল্যাণ বোর্ডেরও সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শিশুটির বৈধ অভিভাবকের খোঁজে প্রচারের পাশাপাশি দত্তকের জন্য করা আবেদনগুলো যাচাই-বাছাই করে শিশু আইন অনুযায়ী দত্তকের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগ পর্যন্ত শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং পুলিশি নিরাপত্তা অব্যাহত থাকবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, এখন পর্যন্ত নবজাতকের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তাই শিশুটির বৈধ অভিভাবকের খোঁজে চেষ্টা চলছে। সেই সঙ্গে শিশুটির দত্তকের জন্য করা সাত দম্পতির আবেদনও যাচাই-বাছাই করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত রোববার বিকেলে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার একটি ধান খেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত