লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা এলাকা-সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুবেল রানা। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।
এদিকে গোকুন্ডা এলাকার ২০ থেকে ২৫টি ট্রাকে করে প্রতিদিন অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এই অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় চর গোকুন্ডা এলাকার মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মাটি ব্যবস্থাপনা আইনে ওই টাকা জরিমানা করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘অনেক দিন ধরে রাতে তিস্তা নদী থেকে বালু তোলার অভিযোগ রয়েছে। তাই অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে ট্রাক্টরের মালিক না থাকায় তাতে থাকা চালক ও সহযোগীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’
ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে বালুমহল না থাকলেও অবৈধভাবে একটি চক্রটি বালু তুলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
লালমনিরহাটে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা এলাকা-সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুবেল রানা। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।
এদিকে গোকুন্ডা এলাকার ২০ থেকে ২৫টি ট্রাকে করে প্রতিদিন অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এই অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় চর গোকুন্ডা এলাকার মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মাটি ব্যবস্থাপনা আইনে ওই টাকা জরিমানা করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘অনেক দিন ধরে রাতে তিস্তা নদী থেকে বালু তোলার অভিযোগ রয়েছে। তাই অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে ট্রাক্টরের মালিক না থাকায় তাতে থাকা চালক ও সহযোগীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’
ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে বালুমহল না থাকলেও অবৈধভাবে একটি চক্রটি বালু তুলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে