নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিন আগে শেষ হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়ান তিরন্দাজরা তির ছুড়ছেন আর একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের এক কোচের উক্তি, ‘কোরিয়ার সাইড বেঞ্চে যেসব খেলোয়াড় আছে, তাদের দিয়ে অনায়াসে একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব।’
বর্তমান আর্চারিতে সাফল্যের উদাহরণ হিসেবে যেসব দেশের নাম সবার আগে আসে, কোরিয়া তার একটি। এবারের টোকিও অলিম্পিকে আর্চারির পাঁচ ইভেন্টের চারটিতেই সোনা জিতেছে কোরিয়া। স্বর্ণপ্রসবা খেলা হওয়ায় কোরিয়ান তিরন্দাজদের পরিচর্যাটাও হয় সরকারি উদ্যোগে। অথচ জাতীয় খেলা হওয়ার পরও আর্চারি একটা সময় উপেক্ষিত ছিল কোরিয়ায়। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যে আর্চারি নিয়ে বদলেছে কোরিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি। ফুটবল জনপ্রিয় দেশে আর্চারিকে দেওয়া হয় আলাদা গুরুত্ব।
বিশ্বমানের অনুশীলন আর মাসের পর মাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকা কোরিয়ানদের কাছেই গত পরশু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈতে সোনা হারিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। হারলেও শেষ সেটে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটা রুবেল-দিয়াকে একই সঙ্গে যেমন দিয়েছে তৃপ্তি, তেমনি বাড়িয়েছে আক্ষেপও। সর্বশেষ কয়েক বছরে টানা সাফল্য এনে দেওয়া আর্চারিতে কোরিয়ানদের মতো করে বাংলাদেশ সরকারও যদি নজর দেয়, তাহলে সাফল্যের পাল্লাটা ভারী হবে, এমনটাই বলছিলেন তিরন্দাজেরা।
দিয়াদের এই দাবিদাওয়া সরকারের কাছ থেকে আদায় করার দায়িত্ব আর্চারি ফেডারেশনের। যদিও ফেডারেশন বলছে ভিন্ন কথা। ফেডারেশন সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, সরকারের কাছ থেকে যথেষ্টই পাচ্ছেন তাঁরা। তিনি বললেন, ‘সরকার কদিকে তাকাবে? ছোট কিছু ফেডারেশন বাদে প্রায় সব ফেডারেশন কোটি টাকার ওপরে পেয়েছে। আমরাও পেয়েছি।’ তিরন্দাজদের আর্থিক সচ্ছলতার দিকটি আরও উন্নত করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে চপল বলেছেন, ‘টাকা থাকলেই সব হয় না। টাকার মানদণ্ড বিচার করলে আজ কুয়েত-সৌদি আরব সব পদক জিতে যেত। আমরা যদি ভালো ফল করি, সরকার আমাদের দেবে।’
ফেডারেশন সভাপতির দাবির উল্টোপিঠে একরাশ ক্ষোভ আছে তিরন্দাজদের। নাম প্রকাশে এক তিরন্দাজ বললেন, ‘ফেডারেশন কি তিরন্দাজদের বেতন দিচ্ছে? দু-একজনের হয়তো সরকারি চাকরি আছে, সেটাও ছোট পদে। বাকিদের কী হবে? তরুণেরা হয়তো আসছে। তবে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ হচ্ছে। সাফল্য দিয়ে যদি জীবিকা নির্বাহ না করা যায়, এ সাফল্য দিয়ে কী লাভ?’
এক দিন আগে শেষ হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়ান তিরন্দাজরা তির ছুড়ছেন আর একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের এক কোচের উক্তি, ‘কোরিয়ার সাইড বেঞ্চে যেসব খেলোয়াড় আছে, তাদের দিয়ে অনায়াসে একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব।’
বর্তমান আর্চারিতে সাফল্যের উদাহরণ হিসেবে যেসব দেশের নাম সবার আগে আসে, কোরিয়া তার একটি। এবারের টোকিও অলিম্পিকে আর্চারির পাঁচ ইভেন্টের চারটিতেই সোনা জিতেছে কোরিয়া। স্বর্ণপ্রসবা খেলা হওয়ায় কোরিয়ান তিরন্দাজদের পরিচর্যাটাও হয় সরকারি উদ্যোগে। অথচ জাতীয় খেলা হওয়ার পরও আর্চারি একটা সময় উপেক্ষিত ছিল কোরিয়ায়। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যে আর্চারি নিয়ে বদলেছে কোরিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি। ফুটবল জনপ্রিয় দেশে আর্চারিকে দেওয়া হয় আলাদা গুরুত্ব।
বিশ্বমানের অনুশীলন আর মাসের পর মাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকা কোরিয়ানদের কাছেই গত পরশু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈতে সোনা হারিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। হারলেও শেষ সেটে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটা রুবেল-দিয়াকে একই সঙ্গে যেমন দিয়েছে তৃপ্তি, তেমনি বাড়িয়েছে আক্ষেপও। সর্বশেষ কয়েক বছরে টানা সাফল্য এনে দেওয়া আর্চারিতে কোরিয়ানদের মতো করে বাংলাদেশ সরকারও যদি নজর দেয়, তাহলে সাফল্যের পাল্লাটা ভারী হবে, এমনটাই বলছিলেন তিরন্দাজেরা।
দিয়াদের এই দাবিদাওয়া সরকারের কাছ থেকে আদায় করার দায়িত্ব আর্চারি ফেডারেশনের। যদিও ফেডারেশন বলছে ভিন্ন কথা। ফেডারেশন সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, সরকারের কাছ থেকে যথেষ্টই পাচ্ছেন তাঁরা। তিনি বললেন, ‘সরকার কদিকে তাকাবে? ছোট কিছু ফেডারেশন বাদে প্রায় সব ফেডারেশন কোটি টাকার ওপরে পেয়েছে। আমরাও পেয়েছি।’ তিরন্দাজদের আর্থিক সচ্ছলতার দিকটি আরও উন্নত করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে চপল বলেছেন, ‘টাকা থাকলেই সব হয় না। টাকার মানদণ্ড বিচার করলে আজ কুয়েত-সৌদি আরব সব পদক জিতে যেত। আমরা যদি ভালো ফল করি, সরকার আমাদের দেবে।’
ফেডারেশন সভাপতির দাবির উল্টোপিঠে একরাশ ক্ষোভ আছে তিরন্দাজদের। নাম প্রকাশে এক তিরন্দাজ বললেন, ‘ফেডারেশন কি তিরন্দাজদের বেতন দিচ্ছে? দু-একজনের হয়তো সরকারি চাকরি আছে, সেটাও ছোট পদে। বাকিদের কী হবে? তরুণেরা হয়তো আসছে। তবে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ হচ্ছে। সাফল্য দিয়ে যদি জীবিকা নির্বাহ না করা যায়, এ সাফল্য দিয়ে কী লাভ?’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে