নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যে এবার অস্থিরতা দেখা দিয়েছে চিনির বাজারে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে অন্তত ৭ টাকা। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমন অস্বাভাবিক হারে চিনির দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
পুরান ঢাকার মৌলভীবাজারের মেসার্স শুভ এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম জানান, গত শনিবার পরিবেশকের কাছ থেকে তিনি প্রতি ৫০ কেজি চিনির বস্তা কিনেছেন ৩ হাজার ৭৬০ টাকায়। এতে প্রতি কেজির দাম পড়েছে ৭৫ টাকা ২০ পয়সা। কিন্তু গতকাল বৃহস্পতিবার সেই চিনিই তাঁকে ৮২ টাকা ৬০ পয়সা করে কিনতে হয়েছে। অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা।
সাইফুল জানান, গত শনিবার তিনি ৭৮ টাকা কেজি চিনি বিক্রি করেছেন। গতকাল বিক্রি করেছেন ৮৫ টাকা কেজিতে। হুট করে এত দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে বাহাস করতে হচ্ছে জানিয়ে সরকারকে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এই দোকানি।
তবে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবীবের দাবি, বাজারে চিনির দাম বাড়েনি। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহনভাড়া ২০-৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ডলারের দাম বাড়ায় চিনির বাজারে প্রভাব পড়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক সপ্তাহ আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল খুচরা পর্যায়ে ৮০-৮২ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৮২-৮৫ টাকায়। দোকানিদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, প্যাকেটজাত চিনি এখনো আগের দামে অর্থাৎ ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে চিনির অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) এইচ এম আলী আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় চিনির দামে প্রভাব পড়েছে।
যদিও আন্তর্জাতিক নিউজ পোর্টাল ইনডেক্স মুডি ডটকম সূত্রে জানা গেছে, গত মার্চে প্রতি কেজি চিনির দাম ছিল ৪২ সেন্ট, এপ্রিল ও মে মাসে তা ৪৩ সেন্ট এবং জুনে ৪২ সেন্টে বিক্রি হয়েছে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রায় স্থিতিশীল।
এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীদের লাভের লালসায় পেয়েছে। আর সরকারের সংস্থাগুলো এখন ব্যবসায় নেমে পড়েছে। তারা সেবা দেওয়ার নামে এখন ব্যবসা শুরু করেছে। ফলে বাজারে চিনিসহ বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যে এবার অস্থিরতা দেখা দিয়েছে চিনির বাজারে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে অন্তত ৭ টাকা। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমন অস্বাভাবিক হারে চিনির দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
পুরান ঢাকার মৌলভীবাজারের মেসার্স শুভ এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম জানান, গত শনিবার পরিবেশকের কাছ থেকে তিনি প্রতি ৫০ কেজি চিনির বস্তা কিনেছেন ৩ হাজার ৭৬০ টাকায়। এতে প্রতি কেজির দাম পড়েছে ৭৫ টাকা ২০ পয়সা। কিন্তু গতকাল বৃহস্পতিবার সেই চিনিই তাঁকে ৮২ টাকা ৬০ পয়সা করে কিনতে হয়েছে। অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা।
সাইফুল জানান, গত শনিবার তিনি ৭৮ টাকা কেজি চিনি বিক্রি করেছেন। গতকাল বিক্রি করেছেন ৮৫ টাকা কেজিতে। হুট করে এত দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে বাহাস করতে হচ্ছে জানিয়ে সরকারকে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এই দোকানি।
তবে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবীবের দাবি, বাজারে চিনির দাম বাড়েনি। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহনভাড়া ২০-৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ডলারের দাম বাড়ায় চিনির বাজারে প্রভাব পড়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক সপ্তাহ আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল খুচরা পর্যায়ে ৮০-৮২ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৮২-৮৫ টাকায়। দোকানিদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, প্যাকেটজাত চিনি এখনো আগের দামে অর্থাৎ ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে চিনির অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) এইচ এম আলী আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় চিনির দামে প্রভাব পড়েছে।
যদিও আন্তর্জাতিক নিউজ পোর্টাল ইনডেক্স মুডি ডটকম সূত্রে জানা গেছে, গত মার্চে প্রতি কেজি চিনির দাম ছিল ৪২ সেন্ট, এপ্রিল ও মে মাসে তা ৪৩ সেন্ট এবং জুনে ৪২ সেন্টে বিক্রি হয়েছে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রায় স্থিতিশীল।
এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীদের লাভের লালসায় পেয়েছে। আর সরকারের সংস্থাগুলো এখন ব্যবসায় নেমে পড়েছে। তারা সেবা দেওয়ার নামে এখন ব্যবসা শুরু করেছে। ফলে বাজারে চিনিসহ বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে