হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের একটি গ্রাম নাম ‘বাঘছড়ি’। এই এলাকায় বাঘের উপস্থিতি ছিল বলে এ নামে পরিচিতি পায়। এ ছাড়া বাঘমারা কিজিং, বাঘমারা ঘোনা নামেও এলাকা আছে পার্বত্য চট্টগ্রামে।
এসব এলাকার বয়োজ্যেষ্ঠরা বলেন, পার্বত্য চট্টগ্রামের একসময় বাঘ ছিল, অনেকে স্বচক্ষে বাঘ দেখেছেন। তাঁদের ধারণা, পার্বত্য চট্টগ্রামে এখনো বাঘ থাকতে পারে। বর্তমান রাঙামাটি শহর একসময় জঙ্গল ছিল।
রাঙামাটি শহরের বাসিন্দা শ্যামল চাকমা (৬৬) বলেন, ‘জীবনে পার্বত্য চট্টগ্রামে তিনবার বাঘে দেখেছি। প্রথমবার দেখি রাঙামাটি শহরের ট্রাইবেল আদাম এলাকায়। সেই দিন বিকেলে ১০-১২ বন্ধু ফুটবল খেলছিলাম। সেই সময় ডোরাকাটা একটি মা বাঘ তিনটি বাচ্চা নিয়ে রাস্তা পার হতে দেখি। বর্তমানে আলফেসানী উচ্চবিদ্যালয় ওই এলাকায় অবস্থিত।’ পরবর্তীকালে তিনি জেলার বিলাইছড়ি উপজেলার ধুপশীল এলাকায় একটি ছড়ায় চিতা বাঘ দেখেন। সর্বশেষ ২০১৮ সালে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঠিক পাশে একটি চিতা বাঘ দেখেছেন বলে শ্যামল চাকমা জানান।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা (৬০) বলেন, ‘কাপ্তাই বাঁধ হওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম গহিন অরণ্য ছিল। তখন মাঘের তীব্র শীতে বাঘের গর্জন শোনা যেত। বিভিন্ন সময় বাঘ গৃহপালিত পশু—গরু, কুকুর শিকার করতে আসত। এগুলো কারও মুখ থেকে শোনা কথা নয়, এগুলো আমাদের চোখে দেখা।’
অবসরপ্রাপ্ত সরকারি আরেক কর্মকর্তা অমিত রায় (৬৪) বলেন, ‘আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি। রিজার্ভ বাজারে বর্তমান গ্রিন ক্যাসেলের বিপরীত পাশে রাঙামাটি সরকারি মডেল প্রাইমারি স্কুলটি ছিল। ১৯৬৬ সালের দিকে রাঙামাটির বালুখালী কিল্যামুড়া এলাকায় একটি বেঙ্গল টাইগার শিকার করেন এক মুসলিম শিকারি। বাঘটি যখন আমাদের স্কুল দিয়ে আনা হয়, তখন আমি দেখেছিলাম, বাঘটি বেশ বড় ছিল।’
পার্বত্য অঞ্চলের উত্তর বন বিভাগের বন সংরক্ষক অজিত কুমার রুদ্র বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে একসময় বাঘ ছিল, এটা শতভাগ সত্য। পার্শ্ববর্তী দেশ ভারতে মিজোরামের বাঘের অভয়াশ্রম ডাম্পা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। মিজোরামের পাশ ঘেঁষা আমাদের বাঘাইছড়ির সাজেক, কাচালং রিজার্ভ ফরেস্ট। সেখানে এখনো বাঘের আবাসস্থল রয়েছে, বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে। সীমান্তে বেড়া দেওয়ার কারণে এখন বাঘের চলাফেরার বাধা তৈরি হয়েছে। বর্তমানে বাঘের বিচরণ দেখা না গেলেও হাতি, হরিণ, ভালুকসহ বিভিন্ন বন্য প্রাণীর বিচরণ দেখা যায়। এ ছাড়া বাঘাইছড়ি-লংগদু এলাকায় একটি হাতির পাল আছে। এখানে ১১টি এশীয় হাতি রয়েছে।’
রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের একটি গ্রাম নাম ‘বাঘছড়ি’। এই এলাকায় বাঘের উপস্থিতি ছিল বলে এ নামে পরিচিতি পায়। এ ছাড়া বাঘমারা কিজিং, বাঘমারা ঘোনা নামেও এলাকা আছে পার্বত্য চট্টগ্রামে।
এসব এলাকার বয়োজ্যেষ্ঠরা বলেন, পার্বত্য চট্টগ্রামের একসময় বাঘ ছিল, অনেকে স্বচক্ষে বাঘ দেখেছেন। তাঁদের ধারণা, পার্বত্য চট্টগ্রামে এখনো বাঘ থাকতে পারে। বর্তমান রাঙামাটি শহর একসময় জঙ্গল ছিল।
রাঙামাটি শহরের বাসিন্দা শ্যামল চাকমা (৬৬) বলেন, ‘জীবনে পার্বত্য চট্টগ্রামে তিনবার বাঘে দেখেছি। প্রথমবার দেখি রাঙামাটি শহরের ট্রাইবেল আদাম এলাকায়। সেই দিন বিকেলে ১০-১২ বন্ধু ফুটবল খেলছিলাম। সেই সময় ডোরাকাটা একটি মা বাঘ তিনটি বাচ্চা নিয়ে রাস্তা পার হতে দেখি। বর্তমানে আলফেসানী উচ্চবিদ্যালয় ওই এলাকায় অবস্থিত।’ পরবর্তীকালে তিনি জেলার বিলাইছড়ি উপজেলার ধুপশীল এলাকায় একটি ছড়ায় চিতা বাঘ দেখেন। সর্বশেষ ২০১৮ সালে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঠিক পাশে একটি চিতা বাঘ দেখেছেন বলে শ্যামল চাকমা জানান।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা (৬০) বলেন, ‘কাপ্তাই বাঁধ হওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম গহিন অরণ্য ছিল। তখন মাঘের তীব্র শীতে বাঘের গর্জন শোনা যেত। বিভিন্ন সময় বাঘ গৃহপালিত পশু—গরু, কুকুর শিকার করতে আসত। এগুলো কারও মুখ থেকে শোনা কথা নয়, এগুলো আমাদের চোখে দেখা।’
অবসরপ্রাপ্ত সরকারি আরেক কর্মকর্তা অমিত রায় (৬৪) বলেন, ‘আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি। রিজার্ভ বাজারে বর্তমান গ্রিন ক্যাসেলের বিপরীত পাশে রাঙামাটি সরকারি মডেল প্রাইমারি স্কুলটি ছিল। ১৯৬৬ সালের দিকে রাঙামাটির বালুখালী কিল্যামুড়া এলাকায় একটি বেঙ্গল টাইগার শিকার করেন এক মুসলিম শিকারি। বাঘটি যখন আমাদের স্কুল দিয়ে আনা হয়, তখন আমি দেখেছিলাম, বাঘটি বেশ বড় ছিল।’
পার্বত্য অঞ্চলের উত্তর বন বিভাগের বন সংরক্ষক অজিত কুমার রুদ্র বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে একসময় বাঘ ছিল, এটা শতভাগ সত্য। পার্শ্ববর্তী দেশ ভারতে মিজোরামের বাঘের অভয়াশ্রম ডাম্পা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। মিজোরামের পাশ ঘেঁষা আমাদের বাঘাইছড়ির সাজেক, কাচালং রিজার্ভ ফরেস্ট। সেখানে এখনো বাঘের আবাসস্থল রয়েছে, বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে। সীমান্তে বেড়া দেওয়ার কারণে এখন বাঘের চলাফেরার বাধা তৈরি হয়েছে। বর্তমানে বাঘের বিচরণ দেখা না গেলেও হাতি, হরিণ, ভালুকসহ বিভিন্ন বন্য প্রাণীর বিচরণ দেখা যায়। এ ছাড়া বাঘাইছড়ি-লংগদু এলাকায় একটি হাতির পাল আছে। এখানে ১১টি এশীয় হাতি রয়েছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে