গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদীতে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব পোনা ধরে বাজারে বিক্রি করছেন নদীপারের লোকজন। এর মধ্যে কিছু মরে যাওয়া পোনা পাওয়া যাচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বিভিন্ন কারণে নদীর তলদেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এ কারণে পোনাগুলো ভেসে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদীর মোহনা, শহরের চাঁচকৈড় গাড়িষাপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে কাতলা, মৃগেল, রুইসহ দেশীয় প্রজাতির মাছের পোনা ভেসে উঠেছে। জেলেসহ নদীপারের মানুষ জাল দিয়ে এসব পোনা ধরছেন। পরে সেগুলো তাঁরা বাজারে বিক্রি করছেন।
এলাকার বাসিন্দা আজাহার প্রামাণিক ও বাবলু সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁরা মাছ ধরছেন। এতে তাঁদের পরিবারের চাহিদা মিটছে। তবে নদীর পানিতে নামার কারণে তাঁদের শরীরে চুলকানি বেড়েছে।
কয়েকজন জেলে বলেন, সাধারণত নদীতে জাল ফেলে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু এক সপ্তাহ ধরে দুই ঘণ্টা মাছ ধরে ১৫-২০ কেজি করে মাছ মিলছে। এতে সংসার ভালোই চলছে। তবে নদীর পানি আগের মতো ভালো নেই। লালচে দুর্গন্ধ হয়ে পড়েছে নদীর পানি। দীর্ঘক্ষণ পানিতে থাকার পর সাবান দিয়ে গোসল করেও চুলকানি যাচ্ছে না।
চলনবিল রক্ষা আন্দোলন কমিটির গুরুদাসপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে নাটোরের কলকারখানার বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এ কারণে জলজ উদ্ভিদসহ মাছের ক্ষতি হচ্ছে। এ বছর বৃষ্টি-বন্যা কম হওয়ায় বিল-জলাশয়গুলোয় পানির সংকট দেখা দিয়েছে। ফলে নদীগুলোয় পাট জাগ দেওয়ার প্রবণতা বেড়েছে। পাট পচে পানি বিষাক্ত হয়ে উঠেছে। প্রভাব পড়েছে নদীতে বসবাস করা নানা প্রজাতির উদ্ভিদ ও মাছের ওপর।
মাছের পোনা ভেসে ওঠার কারণ সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, কারখানার বর্জ্য নদীর পানিতে মিশছে। আবার এ মৌসুমে অনেকে নদীতে পাট জাগ দিয়েছেন। এসব কারণে নদীর তলদেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। ফলে পোনাগুলো মরে ভেসে উঠেছে। তবে ভেসে ওঠার প্রবণতাটা সূর্য ওঠার দুই ঘণ্টা পর্যন্ত থাকছে।
মহিদুল ইসলাম আরও বলেন, দিনের বেলায় সূর্যের আলো থাকায় নদীর তলদেশে থাকা ক্ষুদ্র উদ্ভিদগুলো সালোকসংশ্লেষণ করায় অক্সিজেনের সংকট হয় না। কিন্তু রাতে সেটি সম্ভব হয় না। ফলে অক্সিজেনের সংকটের কারণে পোনাগুলো নদীর তলদেশে থাকতে না পেরে পানির ওপরে ভেসে উঠছে। এ সুযোগে নির্বিচারে ধরা হচ্ছে এসব মাছের পোনা। তবে সূর্য ওঠা থেকে দুই ঘণ্টা সময় পর্যন্ত এসব পোনা নিধন না হলে মৎস্যসম্পদ রক্ষা পাবে। এ জন্য প্রচার চালানো হবে।
নাটোরের গুরুদাসপুরের আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদীতে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব পোনা ধরে বাজারে বিক্রি করছেন নদীপারের লোকজন। এর মধ্যে কিছু মরে যাওয়া পোনা পাওয়া যাচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বিভিন্ন কারণে নদীর তলদেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এ কারণে পোনাগুলো ভেসে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদীর মোহনা, শহরের চাঁচকৈড় গাড়িষাপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে কাতলা, মৃগেল, রুইসহ দেশীয় প্রজাতির মাছের পোনা ভেসে উঠেছে। জেলেসহ নদীপারের মানুষ জাল দিয়ে এসব পোনা ধরছেন। পরে সেগুলো তাঁরা বাজারে বিক্রি করছেন।
এলাকার বাসিন্দা আজাহার প্রামাণিক ও বাবলু সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁরা মাছ ধরছেন। এতে তাঁদের পরিবারের চাহিদা মিটছে। তবে নদীর পানিতে নামার কারণে তাঁদের শরীরে চুলকানি বেড়েছে।
কয়েকজন জেলে বলেন, সাধারণত নদীতে জাল ফেলে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু এক সপ্তাহ ধরে দুই ঘণ্টা মাছ ধরে ১৫-২০ কেজি করে মাছ মিলছে। এতে সংসার ভালোই চলছে। তবে নদীর পানি আগের মতো ভালো নেই। লালচে দুর্গন্ধ হয়ে পড়েছে নদীর পানি। দীর্ঘক্ষণ পানিতে থাকার পর সাবান দিয়ে গোসল করেও চুলকানি যাচ্ছে না।
চলনবিল রক্ষা আন্দোলন কমিটির গুরুদাসপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে নাটোরের কলকারখানার বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এ কারণে জলজ উদ্ভিদসহ মাছের ক্ষতি হচ্ছে। এ বছর বৃষ্টি-বন্যা কম হওয়ায় বিল-জলাশয়গুলোয় পানির সংকট দেখা দিয়েছে। ফলে নদীগুলোয় পাট জাগ দেওয়ার প্রবণতা বেড়েছে। পাট পচে পানি বিষাক্ত হয়ে উঠেছে। প্রভাব পড়েছে নদীতে বসবাস করা নানা প্রজাতির উদ্ভিদ ও মাছের ওপর।
মাছের পোনা ভেসে ওঠার কারণ সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, কারখানার বর্জ্য নদীর পানিতে মিশছে। আবার এ মৌসুমে অনেকে নদীতে পাট জাগ দিয়েছেন। এসব কারণে নদীর তলদেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। ফলে পোনাগুলো মরে ভেসে উঠেছে। তবে ভেসে ওঠার প্রবণতাটা সূর্য ওঠার দুই ঘণ্টা পর্যন্ত থাকছে।
মহিদুল ইসলাম আরও বলেন, দিনের বেলায় সূর্যের আলো থাকায় নদীর তলদেশে থাকা ক্ষুদ্র উদ্ভিদগুলো সালোকসংশ্লেষণ করায় অক্সিজেনের সংকট হয় না। কিন্তু রাতে সেটি সম্ভব হয় না। ফলে অক্সিজেনের সংকটের কারণে পোনাগুলো নদীর তলদেশে থাকতে না পেরে পানির ওপরে ভেসে উঠছে। এ সুযোগে নির্বিচারে ধরা হচ্ছে এসব মাছের পোনা। তবে সূর্য ওঠা থেকে দুই ঘণ্টা সময় পর্যন্ত এসব পোনা নিধন না হলে মৎস্যসম্পদ রক্ষা পাবে। এ জন্য প্রচার চালানো হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে