ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিস্তীর্ণ ফসলি মাঠে হলুদের সমারোহ। কৃষকের চোখমুখেও খুশির ঝিলিক। ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। লাভও বেশি হবে বলে তাঁদের আশা। এ বছর সরকারিভাবে উপজেলায় ১৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। গত মৌসুমে হয়েছিল ১৫০ হেক্টরে। কিন্তু বেসরকারিভাবে এ আবাদ দ্বিগুণ হবে। ইতিমধ্যে ফুলে ফুলে সরিষা খেত ভরে ওঠায় খুশি স্থানীয় কৃষকেরা।
উপজেলার নাজিরহাট পৌরসভার তৌহিদুল আলম বলেন, ‘আমি ৬০ শতক জমিতে সরিষার চাষ করেছি। গত বছর থেকে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি।’
ধর্মপুর গ্রামের সোলায়মান আকাশ বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে কিছুদিন পরে দানা সরিষা ঘরে তুলতে পারব।’
নানুপুর গ্রামের আরাফাত উদ্দিন বলেন, ‘১৫ শতক জমিতে সরিষার আবাদ করেছি। ভালো ফলন দেখা যাচ্ছে। মাঘ মাস সরিষা তোলার সময়। কয়েক দিন পরেই সরিষা তোলা শুরু হবে।’
নাজিরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মো. আশরাফ জামান বলেন, ‘সরিষার তেল ও খৈলের ব্যাপক চাহিদা রয়েছে। সরিষা খেতের দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন ভরে তোলে।’
সরিষাখেত ঘুরতে আসা দৌলতপুর গ্রামের মুহাম্মদ রাশেদ সুজন বলেন, ‘কৃষকসহ খেটে খাওয়া মানুষের কষ্টের ফসল এই সরিষাখেত, কৃষি ফসল। এর অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। এখানকার কৃষকেরা সরিষা চাষাবাদ করে লাভজনক হওয়ায় আগের চেয়ে বেশি আবাদ করেছেন। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধান, সময়মতো কৃষি উপকরণ পাওয়া এবং আবহাওয়া ভালো থাকায় সরিষার আবাদ বেশি হয়েছে। এবার বাম্পার ফলন আশা করছি।’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিস্তীর্ণ ফসলি মাঠে হলুদের সমারোহ। কৃষকের চোখমুখেও খুশির ঝিলিক। ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। লাভও বেশি হবে বলে তাঁদের আশা। এ বছর সরকারিভাবে উপজেলায় ১৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। গত মৌসুমে হয়েছিল ১৫০ হেক্টরে। কিন্তু বেসরকারিভাবে এ আবাদ দ্বিগুণ হবে। ইতিমধ্যে ফুলে ফুলে সরিষা খেত ভরে ওঠায় খুশি স্থানীয় কৃষকেরা।
উপজেলার নাজিরহাট পৌরসভার তৌহিদুল আলম বলেন, ‘আমি ৬০ শতক জমিতে সরিষার চাষ করেছি। গত বছর থেকে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি।’
ধর্মপুর গ্রামের সোলায়মান আকাশ বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে কিছুদিন পরে দানা সরিষা ঘরে তুলতে পারব।’
নানুপুর গ্রামের আরাফাত উদ্দিন বলেন, ‘১৫ শতক জমিতে সরিষার আবাদ করেছি। ভালো ফলন দেখা যাচ্ছে। মাঘ মাস সরিষা তোলার সময়। কয়েক দিন পরেই সরিষা তোলা শুরু হবে।’
নাজিরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মো. আশরাফ জামান বলেন, ‘সরিষার তেল ও খৈলের ব্যাপক চাহিদা রয়েছে। সরিষা খেতের দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন ভরে তোলে।’
সরিষাখেত ঘুরতে আসা দৌলতপুর গ্রামের মুহাম্মদ রাশেদ সুজন বলেন, ‘কৃষকসহ খেটে খাওয়া মানুষের কষ্টের ফসল এই সরিষাখেত, কৃষি ফসল। এর অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। এখানকার কৃষকেরা সরিষা চাষাবাদ করে লাভজনক হওয়ায় আগের চেয়ে বেশি আবাদ করেছেন। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধান, সময়মতো কৃষি উপকরণ পাওয়া এবং আবহাওয়া ভালো থাকায় সরিষার আবাদ বেশি হয়েছে। এবার বাম্পার ফলন আশা করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে