পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
গতকাল সোমবার দুপুরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম এনায়েতুর রহিমের গঠিত আপিল বেঞ্চ এক আদেশে নৌকা পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেলের প্রার্থিতা বাতিল করেন।
১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনিবার্চন। এ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের মামুনুর রশীদ রাসেল। নির্বাচনের দুই দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল হয়।
অপরদিকে, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, মো. জাহেদুল হক ও সাহাব উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর জয়ী হওয়ার ঘোষণা সময়ের ব্যাপার মাত্র বলে ভোটারেরা মনে করছেন।
জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ রাসেল গত ১৭ মে মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ মে তাঁর মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়। এরপর ২২ মে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিলের শুনানিতেও রাসেলের প্রার্থিতা বাতিলাদেশ বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেল হাইকোর্টে একটি রিট পিটিশন করলে ২৫ মে রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট রাসেলের মনোনয়ন বৈধ ঘোষণা করলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ দৌলতী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন। ২৯ মে শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে বিচারের জন্য ১৩ জুন সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। শুনানিতেও আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন। ফলে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় তাঁর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলী আজম।
২০২১ সালের ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ৫টি কেন্দ্র থেকে জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট কেড়ে নেয় বলে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী আবদুর রশিদ দৌলতী। এ সময় দুটি কেন্দ্রে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করলে ভোটারদের সঙ্গে নৌকা পদপ্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে প্রশাসন ধাউরডেঙা সারদাচরন উচ্চবিদ্যালয় ও রমেশ-ফনি স্মৃতি পাঠাগার কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন।
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
গতকাল সোমবার দুপুরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম এনায়েতুর রহিমের গঠিত আপিল বেঞ্চ এক আদেশে নৌকা পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেলের প্রার্থিতা বাতিল করেন।
১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনিবার্চন। এ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের মামুনুর রশীদ রাসেল। নির্বাচনের দুই দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল হয়।
অপরদিকে, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, মো. জাহেদুল হক ও সাহাব উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর জয়ী হওয়ার ঘোষণা সময়ের ব্যাপার মাত্র বলে ভোটারেরা মনে করছেন।
জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ রাসেল গত ১৭ মে মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ মে তাঁর মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়। এরপর ২২ মে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিলের শুনানিতেও রাসেলের প্রার্থিতা বাতিলাদেশ বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ রাসেল হাইকোর্টে একটি রিট পিটিশন করলে ২৫ মে রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট রাসেলের মনোনয়ন বৈধ ঘোষণা করলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ দৌলতী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন। ২৯ মে শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে বিচারের জন্য ১৩ জুন সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। শুনানিতেও আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন। ফলে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় তাঁর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলী আজম।
২০২১ সালের ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ৫টি কেন্দ্র থেকে জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট কেড়ে নেয় বলে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী আবদুর রশিদ দৌলতী। এ সময় দুটি কেন্দ্রে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করলে ভোটারদের সঙ্গে নৌকা পদপ্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে প্রশাসন ধাউরডেঙা সারদাচরন উচ্চবিদ্যালয় ও রমেশ-ফনি স্মৃতি পাঠাগার কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে