জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে জলমহালে পানি শুকিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার বড়চাটুয়া গ্রুপ জলমহালের তলা শুকিয়ে মাছ ধরছে ইজারাদারেরা। এ জলমহালের বর্তমান ইজারাদার উপজেলার মাতারগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতি থেকে জলমহালটি কয়েক দফা বিভিন্ন ব্যক্তির হাতবদল হয়ে সবশেষে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামের রফিক মিয়া গং-এর সাব ইজারার দখলদারিতে চলে যায়।
এ জলমহালের বিস্তীর্ণ এলাকাজুড়ে চারটি অংশে রয়েছে। এগুলো হলো ঘইন্যার বিল, বড় চাটুয়া, ছোট চাটুয়া, ঠাকুরাই।
এদিকে প্রতি বছর জলমহালের তলা শুকিয়ে মাছ নিধনের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেও কাজ হয়নি। বরং চলতি বছর সমিতির সদস্যরা ভিন্ন পন্থা অবলম্বন করেন।
এলাকাবাসীকে তাঁরা জানিয়েছেন, বিলের চারটি অংশের জলমহাল খনন করে এটি অভয়াশ্রম করার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। তাই জলমহালের তলা শুকাতে হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুই দশক ধরেই এই বিশাল জলমহালটি খনন আর অভয়াশ্রম করার গল্প শুনে আসছি। জলমহাল শুকিয়ে মাছ ধরার পর আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বিভাগের অধীনে সিবিআরএমপি/হিলিপ প্রকল্প একই গল্প শুনিয়ে গেছে। কেউই এই ব্যয়বহুল কাজ হাতে নেয়নি। জলমহাল খননের নামে বিলের তলা শুকিয়ে মাছ ধরা হচ্ছে খনন আর হচ্ছে না।
এ ব্যাপারে সমিতির সাবেক সভাপতি পিযুস তালুকদার জানান, গত বছর জলমহালটি সমিতির নিজ খরচে খনন করে অভয়াশ্রম করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে অনুমতি পেয়েছেন।
জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক বলেন, ‘বিল খননের জন্য আবেদন করা হয়েছে। এখনো প্রকল্প আসেনি। তা ছাড়া বিলের তলা শুকিয়ে মাছ ধরার কোনো বিধান নেই। কেউ এ রকম করলে উপজেলা প্রশাসন তাঁর ব্যবস্থা নিবে।’
সুনামগঞ্জের জামালগঞ্জে জলমহালে পানি শুকিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার বড়চাটুয়া গ্রুপ জলমহালের তলা শুকিয়ে মাছ ধরছে ইজারাদারেরা। এ জলমহালের বর্তমান ইজারাদার উপজেলার মাতারগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতি থেকে জলমহালটি কয়েক দফা বিভিন্ন ব্যক্তির হাতবদল হয়ে সবশেষে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামের রফিক মিয়া গং-এর সাব ইজারার দখলদারিতে চলে যায়।
এ জলমহালের বিস্তীর্ণ এলাকাজুড়ে চারটি অংশে রয়েছে। এগুলো হলো ঘইন্যার বিল, বড় চাটুয়া, ছোট চাটুয়া, ঠাকুরাই।
এদিকে প্রতি বছর জলমহালের তলা শুকিয়ে মাছ নিধনের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেও কাজ হয়নি। বরং চলতি বছর সমিতির সদস্যরা ভিন্ন পন্থা অবলম্বন করেন।
এলাকাবাসীকে তাঁরা জানিয়েছেন, বিলের চারটি অংশের জলমহাল খনন করে এটি অভয়াশ্রম করার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। তাই জলমহালের তলা শুকাতে হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুই দশক ধরেই এই বিশাল জলমহালটি খনন আর অভয়াশ্রম করার গল্প শুনে আসছি। জলমহাল শুকিয়ে মাছ ধরার পর আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বিভাগের অধীনে সিবিআরএমপি/হিলিপ প্রকল্প একই গল্প শুনিয়ে গেছে। কেউই এই ব্যয়বহুল কাজ হাতে নেয়নি। জলমহাল খননের নামে বিলের তলা শুকিয়ে মাছ ধরা হচ্ছে খনন আর হচ্ছে না।
এ ব্যাপারে সমিতির সাবেক সভাপতি পিযুস তালুকদার জানান, গত বছর জলমহালটি সমিতির নিজ খরচে খনন করে অভয়াশ্রম করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে অনুমতি পেয়েছেন।
জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক বলেন, ‘বিল খননের জন্য আবেদন করা হয়েছে। এখনো প্রকল্প আসেনি। তা ছাড়া বিলের তলা শুকিয়ে মাছ ধরার কোনো বিধান নেই। কেউ এ রকম করলে উপজেলা প্রশাসন তাঁর ব্যবস্থা নিবে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে