বিনোদন ডেস্ক
নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নিয়মিত আলোচনায় থাকলেও বক্সঅফিসে একেবারেই নাজুক অবস্থা কঙ্গনা রনৌতের। গত বছর তিনটি সিনেমা মুক্তি পেলেও কোনো সিনেমাতেই সাফল্য পাননি। সময় কিংবা সিনেমার সংখ্যা হিসাব করলে ব্যর্থতার তালিকাটা বেশ লম্বা। নেটিজেনদের অনেকেই কঙ্গনাকে এখন ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছেন। ব্যর্থ সময়কে পেছনে ফেলতে কঙ্গনা বেছে নিচ্ছেন পুরোনো চরিত্রকে। বলিউডে আবারও কুইন হয়ে আসবেন তিনি। এমনটাই জানালেন ‘কুইন’ পরিচালক বিকাশ বহেল।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি এ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। চলতি বছরেই ১০ বছর পূর্ণ হবে কুইন সিনেমার। এই উপলক্ষে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানান, কুইন সিনেমার সিক্যুয়ালের চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত। কঙ্গনাও দিয়েছেন সবুজসংকেত। বিকাশ বলেন, ‘১০ বছর হয়ে গেল কুইন সিনেমার। রিলিজ হওয়ার পর থেকে এখনো অনেকে আমাকে বলছেন এই সিনেমার সিক্যুয়েল বানাতে। আনন্দের খবর হচ্ছে কুইনের সিক্যুয়েল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। কঙ্গনাও পছন্দ করেছেন সিনেমার গল্প।’
সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে কিংবা শুটিং কবে শুরু হবে, তা জানাননি নির্মাতা। শুধু কুইন নয় ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল তৈরির পরিকল্পনাও হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, এ বছরের জুনে মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।
নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নিয়মিত আলোচনায় থাকলেও বক্সঅফিসে একেবারেই নাজুক অবস্থা কঙ্গনা রনৌতের। গত বছর তিনটি সিনেমা মুক্তি পেলেও কোনো সিনেমাতেই সাফল্য পাননি। সময় কিংবা সিনেমার সংখ্যা হিসাব করলে ব্যর্থতার তালিকাটা বেশ লম্বা। নেটিজেনদের অনেকেই কঙ্গনাকে এখন ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছেন। ব্যর্থ সময়কে পেছনে ফেলতে কঙ্গনা বেছে নিচ্ছেন পুরোনো চরিত্রকে। বলিউডে আবারও কুইন হয়ে আসবেন তিনি। এমনটাই জানালেন ‘কুইন’ পরিচালক বিকাশ বহেল।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি এ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। চলতি বছরেই ১০ বছর পূর্ণ হবে কুইন সিনেমার। এই উপলক্ষে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানান, কুইন সিনেমার সিক্যুয়ালের চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত। কঙ্গনাও দিয়েছেন সবুজসংকেত। বিকাশ বলেন, ‘১০ বছর হয়ে গেল কুইন সিনেমার। রিলিজ হওয়ার পর থেকে এখনো অনেকে আমাকে বলছেন এই সিনেমার সিক্যুয়েল বানাতে। আনন্দের খবর হচ্ছে কুইনের সিক্যুয়েল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। কঙ্গনাও পছন্দ করেছেন সিনেমার গল্প।’
সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে কিংবা শুটিং কবে শুরু হবে, তা জানাননি নির্মাতা। শুধু কুইন নয় ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল তৈরির পরিকল্পনাও হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, এ বছরের জুনে মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে