বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক বলেছেন, ‘নানা সমস্যা সত্ত্বেও ল্যান্ড কমিশন তার নির্ধারিত বিধি মোতাবেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে কিছুদিন কমিশনের কার্যক্রম চালানো যায়নি। এখন আবার কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। শিগগিরই কমিশনের বৈঠক করা হবে।’
গতকাল রোববার দুপুরে কমিশনের বান্দরবান শাখা কার্যালয়ে দাপ্তরিক কাজে এসে বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে কমিশন চেয়ারম্যান বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়। তবে শুরু থেকে কমিশন নানা সমস্যায় পড়ে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। তাই কমিশনকে ধীরভাবে এগোতে হচ্ছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।
বিচারপতি আনোয়ারউল হক বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে কমিশনের কাজ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় কমিশন আবারও কার্যক্রম পুরোদমে শুরু করেছে। পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলা পরিদর্শন করে কমিশনের সদস্য, ভূমি বিরোধে সংশ্লিষ্ট পক্ষ এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে। তাই কমিশনকে যুক্তিসংগতভাবে এগোতে হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, কমিশনের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. নেজাম উদ্দিন, কমিশনের শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক বলেছেন, ‘নানা সমস্যা সত্ত্বেও ল্যান্ড কমিশন তার নির্ধারিত বিধি মোতাবেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে কিছুদিন কমিশনের কার্যক্রম চালানো যায়নি। এখন আবার কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। শিগগিরই কমিশনের বৈঠক করা হবে।’
গতকাল রোববার দুপুরে কমিশনের বান্দরবান শাখা কার্যালয়ে দাপ্তরিক কাজে এসে বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে কমিশন চেয়ারম্যান বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়। তবে শুরু থেকে কমিশন নানা সমস্যায় পড়ে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। তাই কমিশনকে ধীরভাবে এগোতে হচ্ছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।
বিচারপতি আনোয়ারউল হক বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে কমিশনের কাজ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় কমিশন আবারও কার্যক্রম পুরোদমে শুরু করেছে। পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলা পরিদর্শন করে কমিশনের সদস্য, ভূমি বিরোধে সংশ্লিষ্ট পক্ষ এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে। তাই কমিশনকে যুক্তিসংগতভাবে এগোতে হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, কমিশনের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. নেজাম উদ্দিন, কমিশনের শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে