মুফতি আবু আবদুল্লাহ আহমদ
দোকান ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতা (মালিক) ভাড়াগ্রহীতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নেওয়ার প্রচলন আছে। ইসলামি শরিয়তে এর বিধান কী?
মোশাররফা খানম আঁখি, কক্সবাজার
দোকান ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতা ভাড়াগ্রহীতার কাছ থেকে যে টাকা নেন, তা কয়েক ধরনের হয়ে থাকে। ধরন অনুযায়ী এর বিধান ভিন্ন ভিন্ন হয়। এখানে সর্বাধিক প্রচলিত দুটি ধরনের বিধান তুলে ধরা হলো।
এক. অগ্রিম ভাড়া: ভাড়া দেওয়ার সময় দোকান বা বাড়ির মালিক ভাড়াগ্রহীতার কাছ থেকে অগ্রিম ভাড়া বাবদ এককালীন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নেন, যা থেকে প্রতি মাসে কিছু কিছু করে ভাড়া হিসেবে কাটা হয়। পরে ভাড়াগ্রহীতাকে এ টাকা ফেরত দিতে হয় না। একে অগ্রিম ভাড়া বা অ্যাডভান্স মানি বলা হয়। এর বিধান হচ্ছে, মালিককে বুঝিয়ে দেওয়ার পর থেকেই ওই টাকা মালিকের হয়ে যায়। সুতরাং তিনি নিজ প্রয়োজনে যেখানে ইচ্ছা তা খরচ বা বিনিয়োগ করতে পারবেন।
দুই. সিকিউরিটি মানি বা জামানত: ভাড়াদাতা ভাড়াগ্রহীতার থেকে জামানত হিসেবে এ শর্তে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন যে ভাড়ার চুক্তি শেষে ভাড়াগ্রহীতাকে তা ফিরিয়ে দেওয়া হবে। এটাকে সিকিউরিটি মানি, জামানত বলা হয়। এর বিধান বেশ জটিল ও মতবিরোধপূর্ণ।
একদল আলেমের মতে, সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে বন্ধক হিসেবে থাকে। তাই ভাড়াদাতা ওই টাকা কেবল সিকিউরিটি হিসেবে জমা রাখতে পারবেন, নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। কারণ বন্ধকি সম্পদ ব্যবহার করা সুদের অন্তর্ভুক্ত। হাদিসে বর্ণিত আছে, একদা ইবনে মাসউদ (রা.)-এর কাছে এক লোক এসে বলল, ‘আমার কাছে একটি ঘোড়া বন্ধক রাখা হয়েছে আর আমি তাতে আরোহণ করেছি। এর কী হুকুম?’ তিনি বললেন, ‘তা সুদের অন্তর্ভুক্ত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
তবে বর্তমান সময়ে ‘সিকিউরিটি মানি’ মালিকদের নিজ প্রয়োজনে খরচ করাটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অন্য একদল আলেম একে বন্ধক হিসেবে না নিয়ে ঋণ হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তখন ভাড়াদাতার জন্য তা ব্যবহারে কোনো সমস্যা থাকে না। কিন্তু এ ক্ষেত্রে অন্য একটি সমস্যার সৃষ্টি হয়। তা হচ্ছে, ভাড়া চুক্তির সময় ঋণ প্রদানের শর্ত করলে একের ভেতর দুই চুক্তি হয়ে যায়, যা রাসুল (সা.) নিষেধ করেছেন। (মুসনাদে আহমদ) তাই আলেমগণ ‘সিকিউরিটি মানি’ গ্রহণ করাকে ভাড়া চুক্তির সঙ্গে শর্তযুক্ত না করে ভিন্ন একটি চুক্তিতে ঋণ হিসেবে গ্রহণ করতে বলেন। তবুও শেষোক্ত পদ্ধতিটি নানাভাবে জটিলতাপূর্ণ থেকে যায়। তাই আলেমগণ সিকিউরিটি মানি নিজ কাজে ব্যবহার না করে গচ্ছিত রাখতে অথবা ব্যবহার করার ইচ্ছা থাকলে অগ্রিম ভাড়া হিসেবে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
জামানতের কারণে ভাড়া কমবেশি করা: সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে বলে এর পরিমাণের ওপর ভিত্তি করে ভাড়া কমবেশি করা, যেমন সিকিউরিটি মানি ১০ লাখ টাকা দিলে ভাড়া ৪ হাজার টাকা, আর ৫ লাখ দিলে ভাড়া ৬ হাজার টাকা হবে—এ ধরনের চুক্তি অবৈধ। কারণ ঋণের টাকার ওপর অতিরিক্ত যেকোনো সুবিধা ভোগ করা সুদের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে অগ্রিম ভাড়া হিসেবে নিলে পরিমাণ অনুপাতে ভাড়া বৃদ্ধি করা ও কমানো জায়েজ আছে। (বায়হাকি, মাজাল্লাতুল আহকামিল আদালিয়্যাহ)
সূত্র: জাদিদ ফিকহি মাসায়িল ৪ /৭৭-৮০।
উত্তর দিয়েছেন, মুফতি আবু আবদুল্লাহ আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
দোকান ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতা (মালিক) ভাড়াগ্রহীতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নেওয়ার প্রচলন আছে। ইসলামি শরিয়তে এর বিধান কী?
মোশাররফা খানম আঁখি, কক্সবাজার
দোকান ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতা ভাড়াগ্রহীতার কাছ থেকে যে টাকা নেন, তা কয়েক ধরনের হয়ে থাকে। ধরন অনুযায়ী এর বিধান ভিন্ন ভিন্ন হয়। এখানে সর্বাধিক প্রচলিত দুটি ধরনের বিধান তুলে ধরা হলো।
এক. অগ্রিম ভাড়া: ভাড়া দেওয়ার সময় দোকান বা বাড়ির মালিক ভাড়াগ্রহীতার কাছ থেকে অগ্রিম ভাড়া বাবদ এককালীন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নেন, যা থেকে প্রতি মাসে কিছু কিছু করে ভাড়া হিসেবে কাটা হয়। পরে ভাড়াগ্রহীতাকে এ টাকা ফেরত দিতে হয় না। একে অগ্রিম ভাড়া বা অ্যাডভান্স মানি বলা হয়। এর বিধান হচ্ছে, মালিককে বুঝিয়ে দেওয়ার পর থেকেই ওই টাকা মালিকের হয়ে যায়। সুতরাং তিনি নিজ প্রয়োজনে যেখানে ইচ্ছা তা খরচ বা বিনিয়োগ করতে পারবেন।
দুই. সিকিউরিটি মানি বা জামানত: ভাড়াদাতা ভাড়াগ্রহীতার থেকে জামানত হিসেবে এ শর্তে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন যে ভাড়ার চুক্তি শেষে ভাড়াগ্রহীতাকে তা ফিরিয়ে দেওয়া হবে। এটাকে সিকিউরিটি মানি, জামানত বলা হয়। এর বিধান বেশ জটিল ও মতবিরোধপূর্ণ।
একদল আলেমের মতে, সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে বন্ধক হিসেবে থাকে। তাই ভাড়াদাতা ওই টাকা কেবল সিকিউরিটি হিসেবে জমা রাখতে পারবেন, নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। কারণ বন্ধকি সম্পদ ব্যবহার করা সুদের অন্তর্ভুক্ত। হাদিসে বর্ণিত আছে, একদা ইবনে মাসউদ (রা.)-এর কাছে এক লোক এসে বলল, ‘আমার কাছে একটি ঘোড়া বন্ধক রাখা হয়েছে আর আমি তাতে আরোহণ করেছি। এর কী হুকুম?’ তিনি বললেন, ‘তা সুদের অন্তর্ভুক্ত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
তবে বর্তমান সময়ে ‘সিকিউরিটি মানি’ মালিকদের নিজ প্রয়োজনে খরচ করাটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অন্য একদল আলেম একে বন্ধক হিসেবে না নিয়ে ঋণ হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তখন ভাড়াদাতার জন্য তা ব্যবহারে কোনো সমস্যা থাকে না। কিন্তু এ ক্ষেত্রে অন্য একটি সমস্যার সৃষ্টি হয়। তা হচ্ছে, ভাড়া চুক্তির সময় ঋণ প্রদানের শর্ত করলে একের ভেতর দুই চুক্তি হয়ে যায়, যা রাসুল (সা.) নিষেধ করেছেন। (মুসনাদে আহমদ) তাই আলেমগণ ‘সিকিউরিটি মানি’ গ্রহণ করাকে ভাড়া চুক্তির সঙ্গে শর্তযুক্ত না করে ভিন্ন একটি চুক্তিতে ঋণ হিসেবে গ্রহণ করতে বলেন। তবুও শেষোক্ত পদ্ধতিটি নানাভাবে জটিলতাপূর্ণ থেকে যায়। তাই আলেমগণ সিকিউরিটি মানি নিজ কাজে ব্যবহার না করে গচ্ছিত রাখতে অথবা ব্যবহার করার ইচ্ছা থাকলে অগ্রিম ভাড়া হিসেবে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
জামানতের কারণে ভাড়া কমবেশি করা: সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে বলে এর পরিমাণের ওপর ভিত্তি করে ভাড়া কমবেশি করা, যেমন সিকিউরিটি মানি ১০ লাখ টাকা দিলে ভাড়া ৪ হাজার টাকা, আর ৫ লাখ দিলে ভাড়া ৬ হাজার টাকা হবে—এ ধরনের চুক্তি অবৈধ। কারণ ঋণের টাকার ওপর অতিরিক্ত যেকোনো সুবিধা ভোগ করা সুদের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে অগ্রিম ভাড়া হিসেবে নিলে পরিমাণ অনুপাতে ভাড়া বৃদ্ধি করা ও কমানো জায়েজ আছে। (বায়হাকি, মাজাল্লাতুল আহকামিল আদালিয়্যাহ)
সূত্র: জাদিদ ফিকহি মাসায়িল ৪ /৭৭-৮০।
উত্তর দিয়েছেন, মুফতি আবু আবদুল্লাহ আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে