বিনোদন ডেস্ক
আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালকের আসনে রোহিত শেঠি আর ক্যামেরার সামনে অজয় দেবগন। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর অজয়-রোহিত জুটি এবার নিয়ে আসছেন ‘সিংহাম অ্যাগেইন’। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে চলছে শুটিং। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতা। তাই শুধু শেষ দৃশ্যের জন্যই বাজেট রাখা হয়েছে ২৫ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সিংহাম অ্যাগেইনের ক্লাইমেক্স দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ হবে। থাকবে দুঃসাহসিক স্টান্ট। সপ্তাহব্যাপী চলবে শুটিং। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ—সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর কাপুর)।
প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা তো থাকবেনই, এ ছাড়া দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে। গত শনিবার হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর। সে ছবি সিংহাম অ্যাগেইন নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে কিংবা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালকের আসনে রোহিত শেঠি আর ক্যামেরার সামনে অজয় দেবগন। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর অজয়-রোহিত জুটি এবার নিয়ে আসছেন ‘সিংহাম অ্যাগেইন’। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে চলছে শুটিং। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতা। তাই শুধু শেষ দৃশ্যের জন্যই বাজেট রাখা হয়েছে ২৫ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সিংহাম অ্যাগেইনের ক্লাইমেক্স দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ হবে। থাকবে দুঃসাহসিক স্টান্ট। সপ্তাহব্যাপী চলবে শুটিং। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ—সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর কাপুর)।
প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা তো থাকবেনই, এ ছাড়া দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে। গত শনিবার হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর। সে ছবি সিংহাম অ্যাগেইন নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে কিংবা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে