বিনোদন ডেস্ক
শাফিনের সঙ্গে আমার পরিচয় ৪৫ বছরের বেশি সময় আগে। ১৯৭৯ সালে মাইলস ব্যান্ড প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশিদের সঙ্গে দেখা করতে এসে শাফিনের সঙ্গে পরিচয়। সে সময় প্রথম তাকে দেখি। এরপর ১৯৮১ সালে মাইলসে যোগ দেয় শাফিন। আমি যোগ দিই ১৯৮২ সালে। গান গাওয়ার পাশাপাশি তখন রিদম গিটার বাজাত শাফিন। সেই সময় গানের কর্ড নিয়ে অনেক আলোচনা হতো আমাদের। তখন থেকেই আমাদের সখ্য শুরু। আমার সুর করা বেশির ভাগ গান শাফিনের গাওয়া। যেমন ‘চাঁদ-তারা’, ‘ধিকি ধিকি’, ‘জ্বালা জ্বালা’সহ জনপ্রিয় অনেক গান। তাঁর কণ্ঠটা ছিল একটু অন্য রকম। আমিও তার কণ্ঠ বুঝে গানের সুর ও কম্পোজ করার চেষ্টা করতাম। সে খুব ভালো গায়ক ছিল। তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখতাম, অনেক পরিকল্পনা করতাম। সুন্দর সুন্দর গান তাকে বানিয়ে দিতাম।
সময়-অসময়ে একসঙ্গে কাটাতাম আমরা। বাসায় খুব কম থাকা হতো আমাদের। বেশির ভাগ সময় কাটত প্র্যাকটিস প্যাড ও স্টুডিওতে। ব্যান্ড নিয়েই ছিল আমাদের সব চিন্তাভাবনা। এমনও হয়েছে—একই দিনে দু-তিনটি শো করেছি। তখন তো শাফিনকেই সব গান গাইতে হতো। দেখা যেত, লন্ডন থেকে ট্যুর শেষ করে ঢাকায় পৌঁছে শো করে আবার বাই রোডে ভারতের শিলিগুড়ি চলে গেছি। সেই দিনগুলো খুব মনে পড়ছে।
শাফিন একটানা মাইলসে ছিল না। কয়েকবার মাইলস ছেড়ে দিয়েছিল সে। তার শখ ছিল অন্যান্য ধরনের গান করবে। আবারও ফিরে আসে। সর্বশেষ ২০২১ সালে মাইলস থেকে চলে যায়। শাফিন আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শাফিনের সঙ্গে আমার পরিচয় ৪৫ বছরের বেশি সময় আগে। ১৯৭৯ সালে মাইলস ব্যান্ড প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশিদের সঙ্গে দেখা করতে এসে শাফিনের সঙ্গে পরিচয়। সে সময় প্রথম তাকে দেখি। এরপর ১৯৮১ সালে মাইলসে যোগ দেয় শাফিন। আমি যোগ দিই ১৯৮২ সালে। গান গাওয়ার পাশাপাশি তখন রিদম গিটার বাজাত শাফিন। সেই সময় গানের কর্ড নিয়ে অনেক আলোচনা হতো আমাদের। তখন থেকেই আমাদের সখ্য শুরু। আমার সুর করা বেশির ভাগ গান শাফিনের গাওয়া। যেমন ‘চাঁদ-তারা’, ‘ধিকি ধিকি’, ‘জ্বালা জ্বালা’সহ জনপ্রিয় অনেক গান। তাঁর কণ্ঠটা ছিল একটু অন্য রকম। আমিও তার কণ্ঠ বুঝে গানের সুর ও কম্পোজ করার চেষ্টা করতাম। সে খুব ভালো গায়ক ছিল। তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখতাম, অনেক পরিকল্পনা করতাম। সুন্দর সুন্দর গান তাকে বানিয়ে দিতাম।
সময়-অসময়ে একসঙ্গে কাটাতাম আমরা। বাসায় খুব কম থাকা হতো আমাদের। বেশির ভাগ সময় কাটত প্র্যাকটিস প্যাড ও স্টুডিওতে। ব্যান্ড নিয়েই ছিল আমাদের সব চিন্তাভাবনা। এমনও হয়েছে—একই দিনে দু-তিনটি শো করেছি। তখন তো শাফিনকেই সব গান গাইতে হতো। দেখা যেত, লন্ডন থেকে ট্যুর শেষ করে ঢাকায় পৌঁছে শো করে আবার বাই রোডে ভারতের শিলিগুড়ি চলে গেছি। সেই দিনগুলো খুব মনে পড়ছে।
শাফিন একটানা মাইলসে ছিল না। কয়েকবার মাইলস ছেড়ে দিয়েছিল সে। তার শখ ছিল অন্যান্য ধরনের গান করবে। আবারও ফিরে আসে। সর্বশেষ ২০২১ সালে মাইলস থেকে চলে যায়। শাফিন আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
৩৬ জুলাই বা ৫ আগস্টের পর বাংলাদেশে সংস্কারের আহ্বান শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। সব ক্ষেত্রে। চলচ্চিত্রাঙ্গনেও এই সংস্কারের জোয়ার এসে লেগেছে। জোয়ারের আগে মূলধারার চলচ্চিত্রের লোকজন নানাভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। অভ্যুত্থান শুরুর পর তাঁদের মনে হয়েছে ভবিষ্যৎ বুঝি অন্ধকারে প্রবেশ করতে যাচ্
১ ঘণ্টা আগেইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক রূপরেখা তৈরি করেছে। ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলা ঝুঁকি বাড়ালেও তা পূর্ণ মাত্রার যুদ্ধের পথে পা বাড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইসরায়েলের এখনকার লক্ষ্য তার সীমানা সুরক্ষিত করা। অন্যদিকে ইরানের দরকার বর্তমান শাসন-ক্ষমত
২ ঘণ্টা আগেবিকেল গড়িয়ে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের এক হাটে কৃষকের আনাগোনা, শোরগোল। ভ্যানে তুলে বস্তা বোঝাই আলু এনে আশানুরূপ দাম না পেয়ে হতাশ তাঁরা। বলছিলেন, কৃষিকাজই বাদ দিয়ে দেবেন। তাঁরা যে আলু বিক্রি করেন কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকায়, সেই আলুই ভোক্তার হাতে যায় ৫৫ থেকে ৬০ টাকায়। মাঝের এই মূল্য বৃদ্ধির পথ প
২ ঘণ্টা আগেলিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েই বাগিয়ে নিতে হয় জেলা প্রশাসক কার্যালয়ের পদগুলো। লিখিত পরীক্ষায় যাঁরা বাকিদের টেক্কা দিতে পারেন, পরবর্তী মওকা তাঁদের জন্য সুরক্ষিত। মৌখিক পরীক্ষায় উতরে গেলেই চাকরি নিজের। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ পায় কী করে কিছু পরীক্ষার্থী—বিষয়টি শুধু অ
৩ ঘণ্টা আগে