বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। তাঁর কণ্ঠে বেশ কিছু মৌলিক ও কাভার গান শ্রোতাপ্রিয় হয়েছে। সিনেমাতেও প্লেব্যাক করেছেন চঞ্চল। এবার এই অভিনেতা গাইলেন হাশিম মাহমুদের গান। ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার হাশিম মাহমুদের লেখা ও সুর করা ‘বাজি’ শিরোনামের গানটি রেকর্ড করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী।
‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী’—এমন কথার গানটি এর আগেও কয়েকজন শিল্পী গেয়েছেন। চঞ্চলের কণ্ঠের গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন।
বাজী গানের রেকর্ডিংয়ের গল্প জানিয়ে ফেসবুকে চঞ্চল লেখেন, ‘অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সাল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম গানটি।’
এর আগেও হাশিম মাহমুদের গান গাইতে দেখা গেছে চঞ্চলকে। ‘হাওয়া’ সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানেও সাদা সাদা কালা কালা গানটি গেয়েছিলেন চঞ্চল। হাশিম মাহমুদের লেখা ‘কথা কইও না’ গানটিও ফেসবুকে খালি গলায় গাইতে শোনা গেছে অভিনেতাকে। হাশিম মাহমুদকে নিয়ে অভিনেতার ভাষ্য, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। তাঁর কণ্ঠে বেশ কিছু মৌলিক ও কাভার গান শ্রোতাপ্রিয় হয়েছে। সিনেমাতেও প্লেব্যাক করেছেন চঞ্চল। এবার এই অভিনেতা গাইলেন হাশিম মাহমুদের গান। ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার হাশিম মাহমুদের লেখা ও সুর করা ‘বাজি’ শিরোনামের গানটি রেকর্ড করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী।
‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী’—এমন কথার গানটি এর আগেও কয়েকজন শিল্পী গেয়েছেন। চঞ্চলের কণ্ঠের গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন।
বাজী গানের রেকর্ডিংয়ের গল্প জানিয়ে ফেসবুকে চঞ্চল লেখেন, ‘অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সাল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম গানটি।’
এর আগেও হাশিম মাহমুদের গান গাইতে দেখা গেছে চঞ্চলকে। ‘হাওয়া’ সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানেও সাদা সাদা কালা কালা গানটি গেয়েছিলেন চঞ্চল। হাশিম মাহমুদের লেখা ‘কথা কইও না’ গানটিও ফেসবুকে খালি গলায় গাইতে শোনা গেছে অভিনেতাকে। হাশিম মাহমুদকে নিয়ে অভিনেতার ভাষ্য, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে