আরিফ আহম্মেদ, গৌরীপুর
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। পরবর্তী সম্মেলন হওয়ার কথা ছিল ২০০৬ সালে। কিন্তু ১৬ বছরেও হয়নি সেই সম্মেলন। ইতিমধ্যে এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জন মারা গেছেন। ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির বিভিন্ন পদে একাধিকবার পরিবর্তন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
তবে দীর্ঘ সময় পর হলেও অবশেষে আভাস মিলেছে সম্মেলনের। পদপ্রত্যাশীরা নিজেদের প্রার্থিতা ঘোষণাসহ শুরু করেছেন তদবির। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে জানাচ্ছেন তাঁদের ইচ্ছার কথা। চাঙা হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।
মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি প্রয়াত ডা. মজিবুর রহমান ফকির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। একবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবু সাংগঠনিকভাবে দুর্বল গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। ২০১৬ সালে তিনি মারা যান। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেকটা ঝিমিয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে নতুন কমিটি গঠনের কথা।
জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কালাম মো. আজাদ, বর্তমান কমিটির সহসভাপতি গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, রঞ্জন সরকার প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজীর আহমেদ রাজিব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ময়মনসিংহ জিলা কোচ মালিক সমিতির সভাপতি সোমনাথ সাহা, কেন্দ্রীয় যুব লীগের সাবেক সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক ছাত্রনেতা সাদেকুর রহমান সেলিম নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বা নতুন কমিটি গঠনের বিষয়ে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে দলের হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, বেশ কয়েক বছর আগে দলের জন্য কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সভাপতি ডা. মজিবুর রহমান ফকির। তখন তাঁর আকস্মিক মৃত্যুতে তা আর বাস্তবায়ন করা যায়নি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু আজকের পত্রিকাকে বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। পরবর্তী সম্মেলন হওয়ার কথা ছিল ২০০৬ সালে। কিন্তু ১৬ বছরেও হয়নি সেই সম্মেলন। ইতিমধ্যে এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জন মারা গেছেন। ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির বিভিন্ন পদে একাধিকবার পরিবর্তন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
তবে দীর্ঘ সময় পর হলেও অবশেষে আভাস মিলেছে সম্মেলনের। পদপ্রত্যাশীরা নিজেদের প্রার্থিতা ঘোষণাসহ শুরু করেছেন তদবির। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে জানাচ্ছেন তাঁদের ইচ্ছার কথা। চাঙা হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।
মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি প্রয়াত ডা. মজিবুর রহমান ফকির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। একবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবু সাংগঠনিকভাবে দুর্বল গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। ২০১৬ সালে তিনি মারা যান। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেকটা ঝিমিয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে নতুন কমিটি গঠনের কথা।
জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কালাম মো. আজাদ, বর্তমান কমিটির সহসভাপতি গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, রঞ্জন সরকার প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজীর আহমেদ রাজিব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ময়মনসিংহ জিলা কোচ মালিক সমিতির সভাপতি সোমনাথ সাহা, কেন্দ্রীয় যুব লীগের সাবেক সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক ছাত্রনেতা সাদেকুর রহমান সেলিম নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বা নতুন কমিটি গঠনের বিষয়ে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে দলের হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, বেশ কয়েক বছর আগে দলের জন্য কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সভাপতি ডা. মজিবুর রহমান ফকির। তখন তাঁর আকস্মিক মৃত্যুতে তা আর বাস্তবায়ন করা যায়নি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু আজকের পত্রিকাকে বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে