জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
শীতেও রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মিলছে গ্রীষ্মের ফল তরমুজ। উপজেলার সামিরা এলাকায় এখন রীতিমতো তরমুজের স্তূপ। আগাম এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দাম বেশি হলেও বাজারে ভালো বিক্রি হচ্ছে এই রসাল ফল।
চলতি মৌসুমে অনেকে তামাকের বদলে তরমুজ চাষ করেছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
উপজেলা মূল সড়ক, সামিরা সেতু ও শীলছড়ি এলাকা ঘুরে দেখা গেছে, এলাকায় শত শত তরমুজ নিয়ে বসেছেন বিক্রেতারা। এদের একজন সামিরা এলাকার রুনা চাকমা। আগাম লাভের জন্য তরমুজ চাষ করেছেন তিনি। প্রতিদিন কয়েক শ তরমুজ বিক্রি করেন।
রুনা চাকমা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ভালো ফলন হয়েছে। উপজেলার ছাড়াও সপ্তাহে ২ থেকে ৩ বার রাঙামাটি শহরে বিক্রি করতে নিয়ে যান তিনি। ভালো লাভ পেয়ে খুশি তিনি।
মৈদং ইউনিয়নের বারাবান্যা তরমুজচাষি দীপন চাকমা (৩৫) বলেন, তামাকে অনেক কষ্ট। তারপরেও বছর শেষে লাভ পাওয়া যায় না। তাই তামাক চাষ বন্ধ করে আগাম তরমুজ চাষাবাদ শুরু হয়। এ পর্যন্ত ১ হাজার তরমুজ বিক্রি করেছেন বলে তিনি জানান। প্রতিটি তরমুজ আকার অনুযায়ী ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সামিরা বাজারে কথা হয় পাইকারি বিক্রেতা মো. জাপর সঙ্গে। তিনি জানান, ৫০০ তরমুজ ৭৫ হাজার টাকায় কিনেছেন তিনি। প্রতিটি তরমুজের দাম পড়েছে ১৫০ টাকা করে। এই তরমুজই এখন ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
জুরাছড়ি ইউনিয়নের তরমুজ চাষি পলাশ চাকমা বলেন, ইতিমধ্যে ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতে যে পরিমাণের তরমুজ আছে সেগুলো বিক্রি করলে আরও প্রায় দুই-আড়াই লাখ টাকা পাওয়া যাবে।
জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা আশিস চাকমা বলেন, চলতি মৌসুমে অনেক তামাক চাষি তামাক থেকে মুখ ফিরিয়ে তরমুজের চাষ করেছেন। তাদের সার্বক্ষণিক সহযোগিতায় কৃষি বিভাগের কর্মকর্তার সহায়তায় ভূমিকা পালন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, তরমুজগুলো খেতে বেশ সুস্বাদু। বাজারে চাহিদা রয়েছে। ভবিষ্যতে সফল চাষিদের সহায়তায় উদ্যোগ নেবে প্রশাসন।
শীতেও রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মিলছে গ্রীষ্মের ফল তরমুজ। উপজেলার সামিরা এলাকায় এখন রীতিমতো তরমুজের স্তূপ। আগাম এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দাম বেশি হলেও বাজারে ভালো বিক্রি হচ্ছে এই রসাল ফল।
চলতি মৌসুমে অনেকে তামাকের বদলে তরমুজ চাষ করেছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
উপজেলা মূল সড়ক, সামিরা সেতু ও শীলছড়ি এলাকা ঘুরে দেখা গেছে, এলাকায় শত শত তরমুজ নিয়ে বসেছেন বিক্রেতারা। এদের একজন সামিরা এলাকার রুনা চাকমা। আগাম লাভের জন্য তরমুজ চাষ করেছেন তিনি। প্রতিদিন কয়েক শ তরমুজ বিক্রি করেন।
রুনা চাকমা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ভালো ফলন হয়েছে। উপজেলার ছাড়াও সপ্তাহে ২ থেকে ৩ বার রাঙামাটি শহরে বিক্রি করতে নিয়ে যান তিনি। ভালো লাভ পেয়ে খুশি তিনি।
মৈদং ইউনিয়নের বারাবান্যা তরমুজচাষি দীপন চাকমা (৩৫) বলেন, তামাকে অনেক কষ্ট। তারপরেও বছর শেষে লাভ পাওয়া যায় না। তাই তামাক চাষ বন্ধ করে আগাম তরমুজ চাষাবাদ শুরু হয়। এ পর্যন্ত ১ হাজার তরমুজ বিক্রি করেছেন বলে তিনি জানান। প্রতিটি তরমুজ আকার অনুযায়ী ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সামিরা বাজারে কথা হয় পাইকারি বিক্রেতা মো. জাপর সঙ্গে। তিনি জানান, ৫০০ তরমুজ ৭৫ হাজার টাকায় কিনেছেন তিনি। প্রতিটি তরমুজের দাম পড়েছে ১৫০ টাকা করে। এই তরমুজই এখন ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
জুরাছড়ি ইউনিয়নের তরমুজ চাষি পলাশ চাকমা বলেন, ইতিমধ্যে ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতে যে পরিমাণের তরমুজ আছে সেগুলো বিক্রি করলে আরও প্রায় দুই-আড়াই লাখ টাকা পাওয়া যাবে।
জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা আশিস চাকমা বলেন, চলতি মৌসুমে অনেক তামাক চাষি তামাক থেকে মুখ ফিরিয়ে তরমুজের চাষ করেছেন। তাদের সার্বক্ষণিক সহযোগিতায় কৃষি বিভাগের কর্মকর্তার সহায়তায় ভূমিকা পালন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, তরমুজগুলো খেতে বেশ সুস্বাদু। বাজারে চাহিদা রয়েছে। ভবিষ্যতে সফল চাষিদের সহায়তায় উদ্যোগ নেবে প্রশাসন।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে