মুত্তিয়া মুরালিধরন গতকাল এসেছিলেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মূলত তাঁর জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘৮০০’-এর প্রচারণার উদ্দেশ্যেই ধারাভাষ্যকক্ষে আসা। নিজের কাজ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় লঙ্কান কিংবদন্তি কিছুটা সময় দিলেন বাংলাদেশের চার সাংবাদিককে। সেখানে ছিলেন আজকের পত্রিকার রানা আব্বাস
প্রশ্ন: শুরুতেই আপনার জীবনী নিয়ে নির্মিত ‘৮০০’ সিনেমা নিয়েই শুনতে চাই।
মুত্তিয়া মুরালিধরন: ভারতীয় পরিচালক আমাকে বলেছিল। আমি তাদের স্বত্বাধিকার দিয়েছি। পাঁচ বছর লেগেছে। এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমার পুরো যাত্রাটা এখানে আছে। শ্রীলঙ্কার ক্রিকেট আছে। আশা করি, এটা ৬ অক্টোবর, বিশ্বকাপ শুরুর সময়ে আসবে। চার ভাষায় এটা মুক্তি পাবে। হিন্দি, তামিল, সিংহলিজ এবং তেলুগু ভাষায়। এটা আশা করি বাংলাদেশেও মুক্তি পাবে। বাংলাদেশে আমার ক্রিকেট ভক্তরা এটা দেখবেন এবং উপভোগ করবেন। এটা অনুপ্রেরণাদায়ী গল্পও। আপনাদের ছোট বাচ্চাদের এই ধাপগুলো অনুসরণ করতে বলতে পারেন। খেলা কিংবা যে ক্ষেত্রেই হোক না কেন, অবশ্যই তারা মানুষ হতে পারবে। আমার মনে হয় এটা দেখা উচিত। উপভোগ করা উচিত।
প্রশ্ন: এবার এশিয়া কাপ কেমন উপভোগ করছেন?
মুরালিধরন: এশিয়া কাপ উপভোগ করছি। খুব ভালো টুর্নামেন্ট। বৃষ্টি কিছুটা বাধা দিয়েছে যদিও। দুই দেশে এই টুর্নামেন্ট হয়েছে। আমার মনে হয়েছে, এতে খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটেছে। এটা একটা দেশেই হওয়া উচিত। ভবিষ্যতে মনে হয়, একটা দেশেই হবে।
প্রশ্ন: এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?
মুরালিধরন: আমি অবাক হয়েছি। বাংলাদেশ খুব ভালো দল। তারা সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারেনি। টুর্নামেন্টে আর একটা ম্যাচ বাকি আছে তাদের, তাই তো?
প্রশ্ন: বাংলাদেশের এই দলে কি অভিজ্ঞ ক্রিকেটারের ঘাটতি দেখেছেন, যেহেতু তামিম-মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা ছিলেন না।
মুরালিধরন: তামিম কি অবসর নিয়েছে? (চোটে পড়েছে শোনার পর) এটা হতেই পারে। বিশ্বকাপের দল কি তারা (বাংলাদেশ) দিয়েছে, তামিম কি সেখানে আছে?
প্রশ্ন: না, এখনো ঘোষণা করেনি।
মুরালিধরন: ঠিক আছে। আপনাদের প্রতিভা আছে। প্রতিভাবান একটা দল। ঠিক সময়ে ঠিক জিনিসটা করতে হবে। ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে। অবশ্যই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।
প্রশ্ন: গত কদিনে বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা।
মুরালিধরন: না, তারা খারাপ দল নয়। একটাই বিষয়, এখানে তারা ভালো করতে পারেনি। আর এখানে (শ্রীলঙ্কায়) জেতাও সহজ নয়।
প্রশ্ন: আপনার সাবেক সতীর্থ রঙ্গনা হেরাথ এখন বাংলাদেশ দলের স্পিন কোচ। বন্ধুকে নিয়ে কিছু বলবেন?
মুরালিধরন: হেরাথ খুব ভালো কোচ। এটা শুধুই কোচের কাজ নয়, কোচ শুধু বলতে পারে। মাঠে ভালো খেলতে হবে খেলোয়াড়দেরই।
প্রশ্ন: এবার বিশ্বকাপে স্পিনারদের সুযোগ কেমন থাকবে?
মুরালিধরন: ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ভালো সুযোগ থাকবে। আপনার যদি ভালো কিছু স্পিনার থাকে, তবে কিছু ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।
প্রশ্ন: বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো স্পিনার আছেন। তাঁদের নিয়ে আপনার মূল্যায়ন কী?
মুরালিধরন: বাংলাদেশে বরাবরই ভালো স্পিনার ছিল।
প্রশ্ন: খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে ভূরি ভূরি সাফল্য পেয়েছেন। আপনাকে খেলতেই পারত না বাংলাদেশ। কেমন উপভোগ করতেন বিষয়টা?
মুরালিধরন: বাংলাদেশ তখন খুব একটা অভিজ্ঞ দল ছিল না। আমরা অভিজ্ঞ ছিলাম। এ কারণে আমরা আমাদের সব কৌশল খাটিয়েছি। আমি যখন খেলেছি, তখন মনে হয় মাত্র একটা ম্যাচ আমরা হেরেছি ওদের বিপক্ষে। সেটাও ওয়ানডেতে, ম্যাচটা ২০-৩০ ওভারে নেমে এসেছিল। কোনো টেস্ট ম্যাচ তো হারিইনি। এমনকি আমরা একটা টেস্টেও ড্র করিনি। বাংলাদেশ তখন আসলে শিখছিল।
প্রশ্ন: সাকিব এখন বাংলাদেশকে নেতৃত্বে। অধিনায়ক হিসেবে তাঁর ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কী?
মুরালিধরন: সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ। আইপিএলে নিয়মিত খেলে। তার সুযোগ এখন দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।
প্রশ্ন: বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কাউকে চেনেন? বা তাদের খেলা দেখা হয়?
মুরালিধরন: আমি সেভাবে ক্রিকেট ম্যাচ দেখি না। অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমি শুধু স্কোর দেখি। অভিজ্ঞ খেলোয়াড় আপনাদের আছে। অভিজ্ঞ দল। আপনাদের এখনো ভালো সুযোগ আছে।
মুত্তিয়া মুরালিধরন গতকাল এসেছিলেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মূলত তাঁর জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘৮০০’-এর প্রচারণার উদ্দেশ্যেই ধারাভাষ্যকক্ষে আসা। নিজের কাজ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় লঙ্কান কিংবদন্তি কিছুটা সময় দিলেন বাংলাদেশের চার সাংবাদিককে। সেখানে ছিলেন আজকের পত্রিকার রানা আব্বাস
প্রশ্ন: শুরুতেই আপনার জীবনী নিয়ে নির্মিত ‘৮০০’ সিনেমা নিয়েই শুনতে চাই।
মুত্তিয়া মুরালিধরন: ভারতীয় পরিচালক আমাকে বলেছিল। আমি তাদের স্বত্বাধিকার দিয়েছি। পাঁচ বছর লেগেছে। এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমার পুরো যাত্রাটা এখানে আছে। শ্রীলঙ্কার ক্রিকেট আছে। আশা করি, এটা ৬ অক্টোবর, বিশ্বকাপ শুরুর সময়ে আসবে। চার ভাষায় এটা মুক্তি পাবে। হিন্দি, তামিল, সিংহলিজ এবং তেলুগু ভাষায়। এটা আশা করি বাংলাদেশেও মুক্তি পাবে। বাংলাদেশে আমার ক্রিকেট ভক্তরা এটা দেখবেন এবং উপভোগ করবেন। এটা অনুপ্রেরণাদায়ী গল্পও। আপনাদের ছোট বাচ্চাদের এই ধাপগুলো অনুসরণ করতে বলতে পারেন। খেলা কিংবা যে ক্ষেত্রেই হোক না কেন, অবশ্যই তারা মানুষ হতে পারবে। আমার মনে হয় এটা দেখা উচিত। উপভোগ করা উচিত।
প্রশ্ন: এবার এশিয়া কাপ কেমন উপভোগ করছেন?
মুরালিধরন: এশিয়া কাপ উপভোগ করছি। খুব ভালো টুর্নামেন্ট। বৃষ্টি কিছুটা বাধা দিয়েছে যদিও। দুই দেশে এই টুর্নামেন্ট হয়েছে। আমার মনে হয়েছে, এতে খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটেছে। এটা একটা দেশেই হওয়া উচিত। ভবিষ্যতে মনে হয়, একটা দেশেই হবে।
প্রশ্ন: এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?
মুরালিধরন: আমি অবাক হয়েছি। বাংলাদেশ খুব ভালো দল। তারা সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারেনি। টুর্নামেন্টে আর একটা ম্যাচ বাকি আছে তাদের, তাই তো?
প্রশ্ন: বাংলাদেশের এই দলে কি অভিজ্ঞ ক্রিকেটারের ঘাটতি দেখেছেন, যেহেতু তামিম-মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা ছিলেন না।
মুরালিধরন: তামিম কি অবসর নিয়েছে? (চোটে পড়েছে শোনার পর) এটা হতেই পারে। বিশ্বকাপের দল কি তারা (বাংলাদেশ) দিয়েছে, তামিম কি সেখানে আছে?
প্রশ্ন: না, এখনো ঘোষণা করেনি।
মুরালিধরন: ঠিক আছে। আপনাদের প্রতিভা আছে। প্রতিভাবান একটা দল। ঠিক সময়ে ঠিক জিনিসটা করতে হবে। ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে। অবশ্যই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।
প্রশ্ন: গত কদিনে বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা।
মুরালিধরন: না, তারা খারাপ দল নয়। একটাই বিষয়, এখানে তারা ভালো করতে পারেনি। আর এখানে (শ্রীলঙ্কায়) জেতাও সহজ নয়।
প্রশ্ন: আপনার সাবেক সতীর্থ রঙ্গনা হেরাথ এখন বাংলাদেশ দলের স্পিন কোচ। বন্ধুকে নিয়ে কিছু বলবেন?
মুরালিধরন: হেরাথ খুব ভালো কোচ। এটা শুধুই কোচের কাজ নয়, কোচ শুধু বলতে পারে। মাঠে ভালো খেলতে হবে খেলোয়াড়দেরই।
প্রশ্ন: এবার বিশ্বকাপে স্পিনারদের সুযোগ কেমন থাকবে?
মুরালিধরন: ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ভালো সুযোগ থাকবে। আপনার যদি ভালো কিছু স্পিনার থাকে, তবে কিছু ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।
প্রশ্ন: বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো স্পিনার আছেন। তাঁদের নিয়ে আপনার মূল্যায়ন কী?
মুরালিধরন: বাংলাদেশে বরাবরই ভালো স্পিনার ছিল।
প্রশ্ন: খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে ভূরি ভূরি সাফল্য পেয়েছেন। আপনাকে খেলতেই পারত না বাংলাদেশ। কেমন উপভোগ করতেন বিষয়টা?
মুরালিধরন: বাংলাদেশ তখন খুব একটা অভিজ্ঞ দল ছিল না। আমরা অভিজ্ঞ ছিলাম। এ কারণে আমরা আমাদের সব কৌশল খাটিয়েছি। আমি যখন খেলেছি, তখন মনে হয় মাত্র একটা ম্যাচ আমরা হেরেছি ওদের বিপক্ষে। সেটাও ওয়ানডেতে, ম্যাচটা ২০-৩০ ওভারে নেমে এসেছিল। কোনো টেস্ট ম্যাচ তো হারিইনি। এমনকি আমরা একটা টেস্টেও ড্র করিনি। বাংলাদেশ তখন আসলে শিখছিল।
প্রশ্ন: সাকিব এখন বাংলাদেশকে নেতৃত্বে। অধিনায়ক হিসেবে তাঁর ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কী?
মুরালিধরন: সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ। আইপিএলে নিয়মিত খেলে। তার সুযোগ এখন দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।
প্রশ্ন: বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কাউকে চেনেন? বা তাদের খেলা দেখা হয়?
মুরালিধরন: আমি সেভাবে ক্রিকেট ম্যাচ দেখি না। অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমি শুধু স্কোর দেখি। অভিজ্ঞ খেলোয়াড় আপনাদের আছে। অভিজ্ঞ দল। আপনাদের এখনো ভালো সুযোগ আছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে