জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করেছে। জলেভাসা জমিগুলো জেগে উঠছে। এই জমিতে বোরো চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কয়েকটি জায়গায় ধান বপন করা হয়েছে, অনেকে এখন বীজ তলা তৈরি করছেন। এ বছর বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদ আশা করছে কৃষি বিভাগ।
উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সদর ইউনিয়নের মধ্য বালুখালী, বালুখালী মুখ, সামিরা, আমতুলী; বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া, চকপতিঘাট, কাংরাছড়িতে কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। এতে জেগে উঠছে জলেভাসা জমিগুলো। এসব জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন। অনেক আবার বীজতলা তৈরিতে ব্যস্ত আছেন।
বালুখালী এলাকায় কৃষক রিটন চাকমা, বিজয় চাকমা সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইতিমধ্যে ধান রোন শুরু করেছে। তাঁরা বলেন, কৃষি বিভাগ এ বছর বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেছে। এর সঙ্গে নিজেদের সামর্থ্য নিয়ে কাজে নেমে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থসামাজিকভাবে এগিয়ে নিতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদের আশা করা হচ্ছে। ইতিমধ্যে কৃষি বিভাগ প্রান্তিক ও দরিদ্র ১ হাজারের বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করেছে। জলেভাসা জমিগুলো জেগে উঠছে। এই জমিতে বোরো চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কয়েকটি জায়গায় ধান বপন করা হয়েছে, অনেকে এখন বীজ তলা তৈরি করছেন। এ বছর বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদ আশা করছে কৃষি বিভাগ।
উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সদর ইউনিয়নের মধ্য বালুখালী, বালুখালী মুখ, সামিরা, আমতুলী; বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া, চকপতিঘাট, কাংরাছড়িতে কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। এতে জেগে উঠছে জলেভাসা জমিগুলো। এসব জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন। অনেক আবার বীজতলা তৈরিতে ব্যস্ত আছেন।
বালুখালী এলাকায় কৃষক রিটন চাকমা, বিজয় চাকমা সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইতিমধ্যে ধান রোন শুরু করেছে। তাঁরা বলেন, কৃষি বিভাগ এ বছর বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেছে। এর সঙ্গে নিজেদের সামর্থ্য নিয়ে কাজে নেমে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থসামাজিকভাবে এগিয়ে নিতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদের আশা করা হচ্ছে। ইতিমধ্যে কৃষি বিভাগ প্রান্তিক ও দরিদ্র ১ হাজারের বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে