পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। রাতের আঁধারে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে সেচ নিয়ে আশঙ্কা করছেন কৃষকেরা।
চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক মাসে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চাষাবাদে সেচের জন্য এসব ট্রান্সফরমার কৃষকদের জমিতে স্থাপন করা হয়েছিল। ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ করে গভীর নলকূপ এবং সেচ পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হতো। বোদা উপজেলা থেকে ৮টি এবং দেবীগঞ্জ উপজেলা থেকে ৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ১৫টি ট্রান্সফরমারের দাম প্রায় ৬ লাখ টাকা। প্রতি ট্রান্সফরমার বাবদ কৃষকদের ৪৫ হাজার টাকা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে হয়েছে।
দেবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধূরী জর্জ বলেন, ‘আমার বাগান এবং পাশের দুটি গ্রাম থেকে গত ডিসেম্বরে এক দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এই এলাকার চাষিরা নিজেদের টাকা দিয়ে এসব ট্রান্সফরমার কিনেছিল। এখন আবার তাঁদের টাকা দিতে হবে। এতে কৃষকেরা সংকটে পড়েছেন।’
দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকার চাষি আকরাম আলী বলেন, ‘সামনে বোরো আবাদের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে সেচ দরকার, এমন সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছি। সময়মতো সেচ দিতে না পারলে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।’
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে। চাষিরা বিপদে পড়ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
এদিকে নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের ২৫০ ওয়াটের একটি, ১০০ ওয়াটের একটি এবং ৭৫ ওয়াটের একটি মোট তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। গত দুই মাসের মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়। এগুলোর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় দুটি এবং সদর উপজেলায় একটি।
নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, গত বছর পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তিনি বলেন, ‘আবার টাকা জমা দিলে নতুন ট্রান্সফরমার লাগানো হবে, এ ছাড়া আমাদের আর কিছু করার নেই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে বলে তাঁরা জানান।
পঞ্চগড়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। রাতের আঁধারে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে সেচ নিয়ে আশঙ্কা করছেন কৃষকেরা।
চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক মাসে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চাষাবাদে সেচের জন্য এসব ট্রান্সফরমার কৃষকদের জমিতে স্থাপন করা হয়েছিল। ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ করে গভীর নলকূপ এবং সেচ পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হতো। বোদা উপজেলা থেকে ৮টি এবং দেবীগঞ্জ উপজেলা থেকে ৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ১৫টি ট্রান্সফরমারের দাম প্রায় ৬ লাখ টাকা। প্রতি ট্রান্সফরমার বাবদ কৃষকদের ৪৫ হাজার টাকা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে হয়েছে।
দেবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধূরী জর্জ বলেন, ‘আমার বাগান এবং পাশের দুটি গ্রাম থেকে গত ডিসেম্বরে এক দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এই এলাকার চাষিরা নিজেদের টাকা দিয়ে এসব ট্রান্সফরমার কিনেছিল। এখন আবার তাঁদের টাকা দিতে হবে। এতে কৃষকেরা সংকটে পড়েছেন।’
দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকার চাষি আকরাম আলী বলেন, ‘সামনে বোরো আবাদের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে সেচ দরকার, এমন সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছি। সময়মতো সেচ দিতে না পারলে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।’
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে। চাষিরা বিপদে পড়ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
এদিকে নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের ২৫০ ওয়াটের একটি, ১০০ ওয়াটের একটি এবং ৭৫ ওয়াটের একটি মোট তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। গত দুই মাসের মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়। এগুলোর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় দুটি এবং সদর উপজেলায় একটি।
নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, গত বছর পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তিনি বলেন, ‘আবার টাকা জমা দিলে নতুন ট্রান্সফরমার লাগানো হবে, এ ছাড়া আমাদের আর কিছু করার নেই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে বলে তাঁরা জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে