দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট উৎসব হবে কাল বুধবার। পাল্টাপাল্টি অভিযোগ এবং বহিরাগতদের নগরীতে প্রবেশের শঙ্কা নিয়ে গতকাল সোমবার প্রচার শেষ হয়েছে। এদিকে বহিরাগতদের ঠেকাতে এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। শেষ মুহূর্তে এসে মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। তবে শেষ দিনে সকালে নির্বাচনী প্রচারে নামেননি প্রধান দুই প্রার্থী। গতকাল বিকেলের দিকে নির্বাচনী এলাকায় তাঁরা গণসংযোগ করেন।
আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত প্রচারের শেষ দিনে বিকেলে ২৬ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
এদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দিনব্যাপী নিজ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে কথা বলেন। শেষ দিনে কোনো প্রচার করেননি। তা ছাড়া প্রচারের শেষ দিনে নগরীর ২৭টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলরের সমর্থকেরা প্রচার চালান।
এ ছাড়া ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডের মাটিয়াপাড়া ও ধনাইতরীতে উঠান বৈঠক করেন এবং সন্ধ্যায় ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগরে উঠান বৈঠক করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের দিন কোনোভাবেই বহিরাগতদের নির্বাচনী এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। এ জন্য পুরো নগরী নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে আসতে যেন কোনো বাধা না থাকে, সেসব দিকে গোয়েন্দারা নজর রাখছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
ভোটের আগের দিন আজ মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সম্পন্ন হবে। ১০৫টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যরাই নিয়োজিত থাকবেন ৩ হাজারের বেশি। এ ছাড়া সাদাপোশাকের পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও কেন্দ্র পাহারায় থাকবেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নাগরিকদের দাবি, নিজেদের ইচ্ছেমতো যেন ভোট দিতে পারেন তাঁরা।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘কেন্দ্রগুলোতে খেয়াল রাখতে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আইন প্রতিপালনে সহায়তা করতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। কোনোভাবেই নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল হবে না বলে আমরা আশা করছি।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ৭৫টি চেকপোস্ট ও ১০৫টি মোবাইল টিম ইতিমধ্যে মাঠে রয়েছে। নির্বাচনের দিন আরও ব্যাপক আয়োজন থাকবে। নির্বাচনের দিন পরিস্থিতি ব্যাঘাত ঘটতে পারে, এমন পরিস্থিতি তৈরি হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া র্যাবের ৩০টি টিম থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ আর কোনটি নয়—এসব বিবেচনা না করে সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ২৭ ওয়ার্ডে অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ মোবাইল কোর্ট। নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে কুমিল্লা সিটিতে।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট উৎসব হবে কাল বুধবার। পাল্টাপাল্টি অভিযোগ এবং বহিরাগতদের নগরীতে প্রবেশের শঙ্কা নিয়ে গতকাল সোমবার প্রচার শেষ হয়েছে। এদিকে বহিরাগতদের ঠেকাতে এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। শেষ মুহূর্তে এসে মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। তবে শেষ দিনে সকালে নির্বাচনী প্রচারে নামেননি প্রধান দুই প্রার্থী। গতকাল বিকেলের দিকে নির্বাচনী এলাকায় তাঁরা গণসংযোগ করেন।
আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত প্রচারের শেষ দিনে বিকেলে ২৬ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
এদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দিনব্যাপী নিজ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে কথা বলেন। শেষ দিনে কোনো প্রচার করেননি। তা ছাড়া প্রচারের শেষ দিনে নগরীর ২৭টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলরের সমর্থকেরা প্রচার চালান।
এ ছাড়া ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডের মাটিয়াপাড়া ও ধনাইতরীতে উঠান বৈঠক করেন এবং সন্ধ্যায় ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগরে উঠান বৈঠক করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের দিন কোনোভাবেই বহিরাগতদের নির্বাচনী এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। এ জন্য পুরো নগরী নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে আসতে যেন কোনো বাধা না থাকে, সেসব দিকে গোয়েন্দারা নজর রাখছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
ভোটের আগের দিন আজ মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সম্পন্ন হবে। ১০৫টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যরাই নিয়োজিত থাকবেন ৩ হাজারের বেশি। এ ছাড়া সাদাপোশাকের পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও কেন্দ্র পাহারায় থাকবেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নাগরিকদের দাবি, নিজেদের ইচ্ছেমতো যেন ভোট দিতে পারেন তাঁরা।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘কেন্দ্রগুলোতে খেয়াল রাখতে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আইন প্রতিপালনে সহায়তা করতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। কোনোভাবেই নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল হবে না বলে আমরা আশা করছি।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ৭৫টি চেকপোস্ট ও ১০৫টি মোবাইল টিম ইতিমধ্যে মাঠে রয়েছে। নির্বাচনের দিন আরও ব্যাপক আয়োজন থাকবে। নির্বাচনের দিন পরিস্থিতি ব্যাঘাত ঘটতে পারে, এমন পরিস্থিতি তৈরি হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া র্যাবের ৩০টি টিম থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ আর কোনটি নয়—এসব বিবেচনা না করে সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ২৭ ওয়ার্ডে অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ মোবাইল কোর্ট। নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে কুমিল্লা সিটিতে।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে