এস এম নূর মোহাম্মদ, ঢাকা
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখতে দেখতে এক যুগ পার করছে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ। এক যুগে ৪৪টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দীর্ঘ সময়ের কাজের প্রাপ্তিতে সন্তুষ্ট বিচারকাজের সঙ্গে যুক্ত তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের সদস্যরা। যদিও বর্তমানে বিচারকাজ চলছে কিছুটা ধীরগতিতে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল বলেন, ‘এক যুগে ৪৪টি মামলার রায় হয়েছে। আপিল বিভাগে বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি করে রায়ও কার্যকর করা হয়েছে। তাই এই অর্জনে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের কোনো হতাশা নেই। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি অনেক।’ বিচারে ধীরগতির বিষয়ে তিনি বলেন, করোনার সময় একজন বিচারপতি মারা গেছেন। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন হতে সময় লেগেছে। তাতে একটু ধীরগতি ছিল। তবে সামনে বিচারকাজ আরও বাড়বে।
ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শুরুর পর প্রথম রায় আসে ২০১৩ সালের ২১ জানুয়ারি। মামলার সংখ্যা বাড়ায় ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে একটি ট্রাইব্যুনাল সক্রিয় রয়েছে। গত এক যুগে দুই ট্রাইব্যুনাল থেকে মোট ৪৪টি মামলার রায় এসেছে। ট্রাইব্যুনাল-১ থেকে এসেছে ৩২টি এবং ট্রাইব্যুনাল-২ থেকে এসেছে ১২টি মামলার রায়। এর মধ্যে ২০১৩ সালে ৯টি, ২০১৪ সালে ৬টি, ২০১৫ সালে ৬টি, ২০১৬ সালে ৬টি, ২০১৭ সালে ২টি, ২০১৮ সালে ৬টি, ২০১৯ সালে ৬টি, ২০২১ সালে ২টি এবং চলতি বছরে গতকাল একটি মামলার রায় ঘোষণা করা হয়। বর্তমানে ট্রাইব্যুনালে বিচার চলছে ৪০টি মামলার।
এদিকে ট্রাইব্যুনালে রায়ের পর ৯টি মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আর আপিল নিষ্পত্তির পর ফাঁসি কার্যকর করা হয়েছে ছয় আসামির। তাঁরা হলেন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। আর বর্তমানে ২৭ আসামির করা আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সর্বোচ্চ আদালতে।
গত এক যুগে ৮১টি মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বর্তমানে তদন্ত চলছে ২৪টি মামলার। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে পড়ে না এমন ১৪৯টি অভিযোগ তালিকাভুক্ত করা হয়। যেগুলোতে মামলা করার মতো কোনো উপাদান খুঁজে পায়নি তদন্ত সংস্থা।
বিচার শেষ হয়েছে এবং তদন্ত ও বিচার চলছে এ রকম ১৬২ আসামি এখনো পলাতক। এর মধ্যে ৩৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। যদিও পলাতক অবস্থায় অনেকের মারা যাওয়ার খবর পাওয়া যায় মাঝেমধ্যে। ২০১৫ সালে ট্রাইব্যুনালের নির্দেশের পর পলাতক আসামিদের ধরতে মনিটরিং সেল গঠন করা হয়। তবে সেল গঠন হলেও এখনো কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বারবার নির্দেশ দেওয়ার পরও পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে সফলতা না থাকায় স্বয়ং ট্রাইব্যুনালও একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন।
জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতকদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ট্রাইব্যুনাল থেকে। পরোয়ানা কার্যকরের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো আসামিকে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা আমাদের নেই। সেল হলেও কোনো গ্রেপ্তার নেই–এতে কিছুটা গাফিলতি তো আছেই। তাদের এই বিষয়ে উৎসাহের অভাব।’ তিনি বলেন, ‘সফলতা কতটুকু, সেটা জনগণ বিচার করবে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রাপ্তিতে আমরা খুশি, হতাশা নেই।’ এর মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, সবচেয়ে বড় অর্জন–‘আমরা মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া ইতিহাস নতুন করে আবিষ্কার করেছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।’ কাজের গতি কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিচারকেরা অসুস্থ ছিলেন। একজন বিচারক মারা গেছেন। প্রসিকিউটরদের মধ্যেও অনেকে করোনায় আক্রান্ত ছিলেন। একজন প্রসিকিউটর মারাও গেছেন। করোনার সময়ে সবকিছু স্থবির ছিল। এই বিচার ভার্চুয়ালি করা সম্ভব ছিল না। তাই কাজের একটু ধীরগতি হয়েছে। তবে সামনে গতি বাড়বে।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখতে দেখতে এক যুগ পার করছে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ। এক যুগে ৪৪টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দীর্ঘ সময়ের কাজের প্রাপ্তিতে সন্তুষ্ট বিচারকাজের সঙ্গে যুক্ত তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের সদস্যরা। যদিও বর্তমানে বিচারকাজ চলছে কিছুটা ধীরগতিতে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল বলেন, ‘এক যুগে ৪৪টি মামলার রায় হয়েছে। আপিল বিভাগে বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি করে রায়ও কার্যকর করা হয়েছে। তাই এই অর্জনে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের কোনো হতাশা নেই। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি অনেক।’ বিচারে ধীরগতির বিষয়ে তিনি বলেন, করোনার সময় একজন বিচারপতি মারা গেছেন। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন হতে সময় লেগেছে। তাতে একটু ধীরগতি ছিল। তবে সামনে বিচারকাজ আরও বাড়বে।
ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শুরুর পর প্রথম রায় আসে ২০১৩ সালের ২১ জানুয়ারি। মামলার সংখ্যা বাড়ায় ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে একটি ট্রাইব্যুনাল সক্রিয় রয়েছে। গত এক যুগে দুই ট্রাইব্যুনাল থেকে মোট ৪৪টি মামলার রায় এসেছে। ট্রাইব্যুনাল-১ থেকে এসেছে ৩২টি এবং ট্রাইব্যুনাল-২ থেকে এসেছে ১২টি মামলার রায়। এর মধ্যে ২০১৩ সালে ৯টি, ২০১৪ সালে ৬টি, ২০১৫ সালে ৬টি, ২০১৬ সালে ৬টি, ২০১৭ সালে ২টি, ২০১৮ সালে ৬টি, ২০১৯ সালে ৬টি, ২০২১ সালে ২টি এবং চলতি বছরে গতকাল একটি মামলার রায় ঘোষণা করা হয়। বর্তমানে ট্রাইব্যুনালে বিচার চলছে ৪০টি মামলার।
এদিকে ট্রাইব্যুনালে রায়ের পর ৯টি মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আর আপিল নিষ্পত্তির পর ফাঁসি কার্যকর করা হয়েছে ছয় আসামির। তাঁরা হলেন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। আর বর্তমানে ২৭ আসামির করা আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সর্বোচ্চ আদালতে।
গত এক যুগে ৮১টি মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বর্তমানে তদন্ত চলছে ২৪টি মামলার। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে পড়ে না এমন ১৪৯টি অভিযোগ তালিকাভুক্ত করা হয়। যেগুলোতে মামলা করার মতো কোনো উপাদান খুঁজে পায়নি তদন্ত সংস্থা।
বিচার শেষ হয়েছে এবং তদন্ত ও বিচার চলছে এ রকম ১৬২ আসামি এখনো পলাতক। এর মধ্যে ৩৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। যদিও পলাতক অবস্থায় অনেকের মারা যাওয়ার খবর পাওয়া যায় মাঝেমধ্যে। ২০১৫ সালে ট্রাইব্যুনালের নির্দেশের পর পলাতক আসামিদের ধরতে মনিটরিং সেল গঠন করা হয়। তবে সেল গঠন হলেও এখনো কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বারবার নির্দেশ দেওয়ার পরও পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে সফলতা না থাকায় স্বয়ং ট্রাইব্যুনালও একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন।
জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতকদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ট্রাইব্যুনাল থেকে। পরোয়ানা কার্যকরের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো আসামিকে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা আমাদের নেই। সেল হলেও কোনো গ্রেপ্তার নেই–এতে কিছুটা গাফিলতি তো আছেই। তাদের এই বিষয়ে উৎসাহের অভাব।’ তিনি বলেন, ‘সফলতা কতটুকু, সেটা জনগণ বিচার করবে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রাপ্তিতে আমরা খুশি, হতাশা নেই।’ এর মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, সবচেয়ে বড় অর্জন–‘আমরা মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া ইতিহাস নতুন করে আবিষ্কার করেছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।’ কাজের গতি কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিচারকেরা অসুস্থ ছিলেন। একজন বিচারক মারা গেছেন। প্রসিকিউটরদের মধ্যেও অনেকে করোনায় আক্রান্ত ছিলেন। একজন প্রসিকিউটর মারাও গেছেন। করোনার সময়ে সবকিছু স্থবির ছিল। এই বিচার ভার্চুয়ালি করা সম্ভব ছিল না। তাই কাজের একটু ধীরগতি হয়েছে। তবে সামনে গতি বাড়বে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে